সাধারণ মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করার জন্য তৈরি করা হয় রেশন ব্যবস্থা (Ration Card System)। কিন্তু এছাড়াও রেশন কার্ডের বেশ গুরুত্ব রয়েছে। আধার, ভোটার বা প্যান কার্ডের মতোই রেশন কার্ডও একটি গুরুত্বপুর্ন নথি। এর সাহায্যে বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে রেশন বিতরণ করা হয়ে থাকে। প্রতি মাসে জানিয়ে দেওয়া হয় রেশন কার্ডের কোন কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।
চলুন দেখে নেওয়া যাক কোন কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে :-
AAY Ration Card
AAY বা অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড যাদের রয়েছে তারা সবচেয়ে বেশি পরিমাণে রেশন পেয়ে থাকেন। এক্ষেত্রে কার্ড থাকা ব্যক্তির পরিবারে সদস্যদের মাথা পিছু ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা ১৪ কেজি গম বিনামূল্যে দেওয়া হয়। সাথে দেওয়া হয় ১ কেজি চিনি।
SPHH এবং PHH Ration Card
SPHH এবং PHH এই দুই রেশন কার্ড উপভোক্তারা পরিবারের সদস্য মাথা পিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি গম বিনামূল্যে পাবেন। উল্লেখ্য যে, এই রেশন কার্ডের সংখ্যাই সবচেয়ে বেশি।
আরও পড়ুনঃ মোদির ডাবল ধামাকা! বেড়ে গেল সুকন্যা যোজনার সুদ! সঙ্গে এক গুচ্ছ সুবিধা
RKSY 1 & RKSY 2 Ration Card
এই দুই রেশন কার্ডের উপভোক্তারা সবচেয়ে কম রেশন পেয়ে থাকেন। RKSY 1 এই কার্ডের ক্ষেত্রে মাথা পিছু ৫ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে। আর RKSY 2 কার্ড থাকলে চাল দেওয়ার পরিমাণ মাথা পিছু ২ কেজি।