Post Office Savings Scheme: ভবিষ্যতকে সুরক্ষিত করতে টাকা সঞ্চয় (Savings) করেন অনেকে। কিন্তু তার চেয়েও বেশি রিটার্ন আসবে যদি আপনি টাকা বিনিয়োগ করেন। এক্ষেত্রে শেয়ার বাজার, ইনডেক্স ফান্ড, মিউচ্যুয়াল ফান্ড, বন্ড সহ নানান জায়গা রয়েছে বিনিয়োগের জন্য। তবে এক্ষেত্রে আপনার টাকার ঝুঁকিও রয়েছে। কিন্তু আপনি যদি ভালো রিটার্ন এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য নিরাপদ স্কিম খুঁজছেন তাহলে পোস্ট অফিসের এক স্কিম দারুণ হবে আপনার জন্য। সরকারি স্কিম হওয়ার কারণে এখানে টাকা থাকবে সম্পূর্ন নিরাপদ।
আজ আমরা আপনাদের জানাবো ‘কিষাণ বিকাশ পত্র’ (Kisan Vikas Patra) নিয়ে। শুরুর দিকে কেবল কৃষকরাই এখানে বিনিয়োগ করতে পারতেন। কিন্তু বর্তমানে সমস্ত ভারতীয় নাগরিক এখানে বিনিয়োগ করতে পারেন। কিষাণ বিকাশ পত্র স্কিমে রিটার্নের পরিমাণ ৭.৫%। এখানে মোট ১১৫ মাস অর্থাগ ৯ বছর ৭ মাসের জন্য টাকা বিনিয়োগ করতে হয়। ব্যাস তাহলেই আপনার টাকা দ্বিগুণ হবে। অর্থাৎ ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে রিটার্নের সময় আপনি পাবেন ১০ লক্ষ টাকা।
এই Post Office Savings Scheme এ কত বিনিয়োগ করতে হয়?
এই স্কিমে মাত্র ১০০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। তবে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। ৫০,০০০ এর ওপরে বিনিয়োগের জন্য প্যান কার্ড থাকা আবশ্যক। এবার আপনি যদি ১০ লক্ষ টাকার ওপরে বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে বেতন স্লিপ, আইটিআর, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আধার নম্বরের মতো তথ্য সেখানে জমা দিতে হবে।
আরও পড়ুনঃ বিনামূল্যে মিলবে কাজের ট্রেনিং, সাথে পাওয়া যাবে ৮০০০ টাকা! বড় সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার
কারা অ্যাকাউন্ট খুলতে পারেন?
এখানে ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউই এই Post Office Savings Scheme অ্যাকাউন্ট খুলতে পারেন। চাইলে একক অ্যাকাউন্টের সাথে সাথে যৌথ অ্যাকাউন্টও খোলা সম্ভব। সাথে এই জানিয়ে রাখি যে, ১০ বছরের বেশি শিশুর নামে তারা বাবা-মা স্কিমটি শুরু করতে পারেন।
এখানে অ্যাকাউন্ট খুলতে কোন কোন নথির প্রয়োজন?
‘কিষান বিকাশ পত্র’ স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য দরকার নিম্নলিখিত ডকুমেন্টস গুলি
- আধার কার্ড
- জন্ম সার্টিফিকেট বা বয়সের প্রমাণ পত্র
- পাসপোর্ট সাইজ ছবি
- প্যান কার্ড
- বাসস্থানের প্রমাণ পত্র