WBSEDCL New Announcement: বাংলায় বর্ষা প্রবেশ করলেও এখনও যেন গরম যেতেই চাইছে না। দু এক দিন একটু ভালো থাকার পরেই আবারও হু হু করে বাড়ছে তাপমাত্রা। যার ফলে বিদ্যুতের ব্যবহারও বাড়ছে। ফ্যান, এসি ছাড়া বাড়িতে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। এমনিতেই গরমকালে কারেন্টের বিল (Electricity Bill) বেড়ে যায়। কিন্তু সমস্যা হল প্রতিমাসে নয় এতদিন WBSEDCL গ্রাহকদের তিনমাসের গড় বিল দিতে হত।
রাজ্যের আরেকটি বিদ্যুৎ বন্টন সংস্থা CESC প্রতিমাসে বিদ্যুতের বিল পাঠায়। এতে একদিকে যেমন ইউনিট প্রতি চার্জ কম দিতে হয় তেমনি বিলও কিছুটা কমে। কিন্তু WBSEDCL এর ক্ষেত্রে ৯০ দিন অন্তর বিল করা হয়। যার ফলে কম খরচ হলেও সব মিলিয়ে বিদ্যুতের বিলে ইউনিট চার্জ অনেকটা বেড়ে যায়। এই নিয়ে বহুদিন ধরেই অসন্তোষ দেখা গিয়েছিল গ্রাহকদের মধ্যে। বহু লোকে এই নিয়মের পরিবর্তনের দাবিতে প্রতিবাদও করেছেন।
মাসে মাসে আসবে WBSEDCL এর Electricity Bill
তবে এবার শেষমেশ গ্রাহকদের কথা মাথায় রেখে CESC এর মত প্রতিমাসে বিল করার সিস্টেম আনতে চলেছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থা (WBSEDCL)। এতে একদিকে যেমন অতিরিক্ত ইউনিট চার্জ দিতে হবে না তেমনি বিদ্যুতের বিলও অনেকটাই কমবে বলে আশা করছেন বেশিরভাগ গ্রাহকেরাই।
আরও পড়ুনঃ মাত্র ৫০০ টাকায় গ্যাস! কিভাবে পাবেন আপনি? ঝটপট করুন আবেদন
জানা যাচ্ছে এইমাস অর্থাৎ জুলাই থেকেই নতুন নিয়ম জারি হবে। তবে রাজ্যের সর্বত্র একই নিয়ম চালু হবে কি না সেই বিষয়ে অফিসিয়াল ঘোষণা হয়নি। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ্যে এলেই সবটা পরিষ্কার হয়ে যাবে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই তীব্র গরমের মাঝেই বিদ্যুতের মাশুল বাড়িয়েছে CESC এমনিতেই CESC এর ইউনিট চার্জ বেশ কিছুটা বেশি। তার উপর গরমকালে যখন বিদ্যুতের খরচ বাড়ে তখনই আচমকা দাম বৃদ্ধি হওয়ায় বেশ ক্ষুদ্ধ হয়েছেন সাধারণ মানুষ। গত সোমবার নবান্নের বৈঠকে এই প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই মূল্যবৃদ্ধির কথা আগে থেকে জানানো ছিল না। তাই বিদ্যুৎ মন্ত্রীকে CESC এর আধিকারিকদের সাথে কথা বলার নির্দেশ দেন তিনি।