দেখতে দেখতে শেষের পথে জানুয়ারি মাস। আর কিছুদিন পরেই ফেব্রুয়ারি মাস পড়বে। নতুন মাস পড়তেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে (New Rules) বদল আসছে। যেগুলো সকলেরই জেনে রাখা উচিত। কারণ নিয়ম পাল্টে গেলে তা যদি জানা না থাকে সেক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আগামী ১লা তারিখ থেকে কি কি নিয়ম বদলে যাচ্ছে।
রান্নার গ্যাসের দাম
বর্তমানে প্রায় প্রতিটা বাড়িতেই রান্নার জন্য LPG গ্যাসের ব্যবহার করা হয়। মাসের শুরুতেই গ্যাসের দাম ধার্য্য করা হয়। কোনমাসে দাম একটু কমে তো কোনমাসে বেড়ে যায়। তবে আগামী মাসে স্বস্তির খবর পাওয়া যাবে বলেই মনে হচ্ছে। কারণ গ্যাসের দাম না যদি না বদলে একও থেকে যায় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের দৌলতে বহু বাড়িতেই সিলিন্ডারের দাম কবে যাবে।
ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) এর নিয়ম বদলাচ্ছে
ফেব্রুয়ারি মাসের ১লা তারিখ থেকেই বদলে যাচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম (National Pension System) এর নিয়ম। কিছুদিন আগেই পেনশন ফান্ড রেগুলেটারি এন্ড ডেভেলপমেন্ট অথোরিটি তরফ থেকেই NPS চলাকালীন টাকা তোলার নিয়ম কিছু বদল এসেছে। যেখানে জানা যাচ্ছে, মাসে ৩ বারই টাকা তোলা যাবে। সেটাও সর্বোচ্চ ২৫%, এর বেশি টাকা তোলা যাবে না।
আরও পড়ুনঃ আবেদন করার ১০ ঘন্টার মধ্যেই হাতে ২৫০০০ টাকার চেক! কামাল দেখাচ্ছে এই প্রকল্প! আবেদন করেছেন তো?
গাড়ির Fasttag এর বড় ঘোষণা
হাইওয়েতে গাড়ির থেকে টোল ট্যাক্স নেওয়া আরও দ্রুততর করার জন্য Fasttag লঞ্চ করা হয়। ইতিমধ্যেই দেশের সিংহভাগ গাড়িতেই এই ফাস্টট্যাগ ব্যবহার করা হচ্ছে। তবে এবার ফাস্টট্যাগ গ্রাহকদের জন্য বাধ্যতামূলক একটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩১শে জানুয়ারি ২০২৪ এর আগে সমস্ত ফাস্টট্যাগ ব্যবহারকারীকে KYC সম্পন্ন করতে হবে। নাহলে ১লা ফেব্রুয়ারি থেকেই ফাস্টট্যাগ বন্ধ হয়ে যেতে পারেব্লেইজনা যাচ্ছে।
ক্রেডিট কার্ডের ব্যবহার
বর্তমানে অনলাইন পেমেন্টের জন্য অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এছাড়াও EMI এর ক্ষেত্রেও অনেক সুবিধা হয় ক্রেডিট কার্ড থাকলে। তবে যারা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের জন্য একটু হলেও খারাপ খবর! এতদিন EMI করলে তার জন্য আলাদা করে কোনো প্রসেসিং চার্জ নেওয়া হত না। কিন্তু ১লা ফেব্রুয়ারি থেকেই সেই নিয়মে বদল আসছে, এবার থেকে EMI করলে প্রসেসিং চার্জ দিতে হবে ১% হারে।
আরও পড়ুনঃ মাত্র ১৬০০ টাকায় রাম মন্দির দর্শন! হাওড়া থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল ভারতীয় রেল
বাড়ছে Tata Motors এর গাড়ির দাম
দেশের গাড়ি প্রস্তুতকারী সংস্থাদের মধ্যে অন্যতম একটি হল টাটা মোটরস (Tata Motors)। জানা যাচ্ছে গাড়ির দাম বৃদ্ধি করতে চলেছে এই সংস্থা, যেটা ১লা ফ্রেবুয়ারী থেকে কার্যকরী হবে। কতটা বৃদ্ধি পাবে? উত্তরে জানা যাচ্ছে গাড়ি তৈরিতে যে হিসাবে খরচ বেড়েছে সেই অনুযায়ী। ০.৪৫ শতাংশ দাম বাড়ানোর কথা ভাবা হয়েছে।