কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের উন্নয়নের খাতিরে কার্যকরী প্রকল্পগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, পি এম কিষাণ যোজনার আওতাধীন কৃষকরা, গতকাল অর্থাৎ ২৭ শে জুলাই ২০২৩ তারিখে এই যোজনার ১৪ তম ইনস্টলমেন্টের টাকা পাবেন। গতকাল অর্থাৎ ২৭ শে জুলাই ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে পি এম কিষাণ যোজনার ১৪ তম ইনস্টলমেন্টের টাকা প্রদান করা হলেও বহু কৃষক এখনো পর্যন্ত টাকা পাননি। আর তাতেই এই বিষয়টি নিয়ে সমগ্র ভারতের কৃষকদের মধ্যে নানা ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে। যার জেরে আজকের এই পোস্টে পি এম কিষাণ যোজনার ১৪ তম ইনস্টলমেন্টের টাকা কবে পাওয়া যাবে তা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরতে চলেছি।
বিভিন্ন সূত্র মারফত প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে গতকাল অর্থাৎ ২৭ শে জুলাই ২০২৩ তারিখেই পি এম কিষাণ যোজনা আওতাধীন বহু সংখ্যক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ১৪ তম ইনস্টলমেন্টের টাকা ট্রান্সফার করা হয়ে গিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে, সমগ্র দেশের ৮.০৫ কোটি কৃষক পি এম কিষাণ যোজনার আওতায় অনুদান পাবেন। তবে একই সাথে এত সংখ্যক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পি এম কিষাণ যোজনার ১৪ তম ইনস্টলমেন্টের অনুদানের টাকা ট্রান্সফার করা সম্ভব নয়। আর তাতেই সমগ্র দেশের বহু সংখ্যক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত পি এম কিষাণ যোজনার অনুদান ট্রান্সফার করা সম্ভব হয়নি। তবে আগামী দিনে যত দ্রুত সম্ভব পি এম কিষাণ যোজনার আওতাধীন যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই যোজনার ১৪ তম ইনস্টলমেন্টের টাকা ট্রান্সফার করা হবে, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্র মারফত প্রকাশিত তথ্যে।
আরও পড়ুন:- আগামী আগস্ট মাসে রাজ্যের ছাত্র-ছাত্রীরা কোন কোন দিন ছুটি পেতে চলেছেন, জেনে নিন এখনই।
কারা টাকা পাবেন কিভাবে বোঝা সম্ভব?
যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত পি এম কিষাণ যোজনার আওতায় অনুদান পাননি তারা আগামী দিনে আদেও টাকা পাবেন কিনা তা নিয়ে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। আর এই সমস্ত কৃষকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, আগামী দিনে পি এম কিষাণ যোজনার আওতায় অনুদান পাওয়া যাবে কিনা তা আপনারা বর্তমানে বাড়িতে বসেই জেনে নিতে পারবেন। এর জন্য পি এম কিষাণ -এর আওতাধীন কৃষককে প্রথমেই কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী পি এম কিষাণ যোজনার অফিশিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ পৌঁছে যেতে হবে। পরবর্তীতে এই ওয়েবসাইটের হোমপেজে থাকা FARMERS CORNER অপশনের অন্তর্ভুক্ত অপশনগুলির মধ্যে থেকে Know Your Status অপশনটি নির্বাচন করে নিতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলে আবেদনকারীর সামনে যে নতুন পেজটি আসবে তাতে তার Registration No. সঠিকভাবে লিখে ক্যাপচা কোডটি পূরণ করে Get Data অপশনে ক্লিক করলেই আবেদনকারীর পি এম কিষাণ যোজনা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য মোবাইল কিংবা কম্পিউটার স্ক্রিনে চলে আসবে। এক্ষেত্রে Payment Status অপশনের মাধ্যমে আপনি আগামী দিনে টাকা পেতে চলেছেন কিনা তা জানা যাবে।
কৃষকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, Payment Status অপশনের অধীনে যদি Payment Processed লেখা থাকলে উক্ত কৃষক খুব শীঘ্রই এই প্রকল্পের অধীনে অনুদান পাবেন। অন্যদিকে Payment Status এর অধীনে Rft Signed by State লেখা থাকলেও উক্ত কৃষক আগামী দিনে অনুদান পাবেন, তবে এক্ষেত্রে Payment Status পরিবর্তিত হয়ে Payment Processed হলে তবেই এই যোজনার আওতায় আবেদনকারী কৃষক অনুদান পাবেন। যে সমস্ত কৃষকদের Payment Status অপশনের অধীনে অন্য কোনো স্ট্যাটাস দেখাচ্ছে তারা আগামী দিনে পি এম কিষাণ যোজনার আওতায় অনুদান পাবেন না, এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্যে।