ডিজিটালাইজেশনের দৌলতে বর্তমানে সমগ্র ভারতের সাধারণ জনগণের কাছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ UPI যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে যেকোনো ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভারতের অধিকাংশ মানুষই UPI অ্যাপগুলি ব্যবহার করে থাকেন। তবে বর্তমানে শুধুমাত্র দেশের ভিতরে নয় দেশের বাইরেও আপনি ইউপিআই পেমেন্টের সুবিধা পেয়ে যাবেন। ইতিমধ্যেই UPI সংক্রান্ত এই নতুন নিয়ম নিয়ে সমগ্র ভারতের সাধারণ জনগণের মধ্যে নানাবিধ চর্চার সূত্রপাত ঘটেছে। যার জেরে আজকের এই পোস্টে আমরা UPI সংক্রান্ত এই নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি।
UPI সংক্রান্ত নতুন নিয়মটি কি?
বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে যে, বর্তমানে শুধুমাত্র দেশের অভ্যন্তরে নয় দেশের বাইরেও UPI -এর মাধ্যমে পেমেন্ট করা সম্ভব। সুতরাং এখন বিদেশ ভ্রমণে গেলেও টাকা নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই, এখন আপনারা ভারতের বাইরেও ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তবে শুধুমাত্র ভ্রমণের ক্ষেত্রে যে এই সুবিধা মিলবে তা নয়, নন রেসিডেন্ট ইন্ডিয়ান অথবা NRI দের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ বর্তমানে NRI রাও দেশের বাইরে ইউপিআই ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন:- ভিসা ছাড়াই ভারতীয় পাসপোর্টের মাধ্যমে কয়টি দেশে ভ্রমণ সম্ভব, জেনে নিন।
বিশ্বের কোন কোন দেশে ভারতীয় নাগরিকরা ইউপিআই ব্যবহারের সুবিধা পাবেন?
ভারত সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগামী দিনে ভারতীয় নাগরিকরা ফ্রান্স, ভুটান, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী, মালয়েশিয়া, তাইল্যান্ড, ফিলিপিন্স, ভিয়েতনাম, সিঙ্গাপুর, কম্বোডিয়া, হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, ব্রিটেন এবং ইউরোপে ইউপিআই ব্যবহারের সুবিধা পাবেন। অর্থাৎ এই সমস্ত দেশগুলিতে ভারতীয় নাগরিকরা কোনওরকম সমস্যা ছাড়াই ইউপিআই-এর মাধ্যমে যেকোনো রকম আর্থিক লেনদেন করতে পারবেন। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, উপরোক্ত দেশগুলিতে টাকা লেনদেনের ক্ষেত্রে ভারতীয় নাগরিকরা গুগল পে, ফোন পে, আমাজন পে, পেটিএম, BHIM -এর মত ইউপিআই পেমেন্ট অ্যাপগুলিকে ব্যবহার করতে পারবেন। তবে এক্ষেত্রে ইউপিআই পেমেন্ট অ্যাপের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ইউপিআই আইডি লিংক থাকা আবশ্যক। উপরোক্ত যেকোনো ইউপিআই পেমেন্ট অ্যাপের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা UPI আইডি লিংক থাকলে আপনি ভারত সরকারের পক্ষ থেকে প্রকাশিত তালিকার যেকোনো দেশে ইউপিআই-এর মাধ্যমে আর্থিক লেনদেনের সুবিধা পেয়ে যাবেন।
ভারতের বাইরে ইউপিআই পেমেন্ট অ্যাপের মাধ্যমে কিভাবে আর্থিক লেনদেন করবেন?
ভারতের বাইরে ইউপিআই পেমেন্ট অ্যাপের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে আপনাকে প্রথমেই আপনার ফোনে গুগল পে, ফোন পে, পেটিএম -এর মত অ্যাপগুলি ডাউনলোড করে নিতে হবে। এরপর উক্ত ইউপিআই পেমেন্ট অ্যাপের সঙ্গে আপনার ভারতীয় ব্যাংক অ্যাকাউন্টটি লিংক করতে হবে। ইউপিআই অ্যাপের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন করা হলে আপনি যাকে টাকা পাঠাতে চাইছেন তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IBAN, BIC -এর মত তথ্যগুলি সঠিকভাবে প্রদান করতে হবে। এর পাশাপাশি আপনি কত টাকা পাঠাতে চাইছেন, কি ধরনের কারেন্সি পাঠাতে চাইছেন তাও সঠিকভাবে উল্লেখ করতে হবে। উপরোক্ত তথ্যগুলি সঠিকভাবে প্রদান করা হলেই আপনি উক্ত ব্যক্তিকে টাকা ট্রান্সফার করতে পারবেন। যদিও এক্ষেত্রে টাকা ট্রান্সফারের জন্য আপনাকে Conversion Charges, Foreign Exchange Fees সহ অন্যান্য ফি প্রদান করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত সরকারের তরফে প্রকাশিত তালিকায় যে সমস্ত দেশের নাম রয়েছে সেই সমস্ত দেশে বর্তমানে ইউপিআই পরিষেবা ধীরে ধীরে কার্যকর করা হচ্ছে, সুতরাং তালিকায় উল্লেখিত সমস্ত দেশগুলিতে আপনি ইউপিআই পরিষেবা নাও পেতে পারেন।