পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের সাধারণ মানুষের জীবনে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের পাশাপাশি রেশন কার্ডও একটি গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায় গ্রাহকদের ভুলে কিংবা অসাবধানতা বশত রেশন কার্ড হারিয়ে যায় অথবা ছিঁড়ে যায়, কিম্বা এমন অবস্থায় থাকে যা ব্যবহারের উপযোগী নয়। যার ফলে গ্রাহককে নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। তবে গ্রাহকদের এই সমস্ত সমস্যাগুলিকে নজরে রেখে বর্তমানে পশ্চিমবঙ্গের খাদ্য ও পরিবহণ দপ্তরের তরফে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
খাদ্য ও পরিবহণ দপ্তরের তরফে কি নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে?
পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের সুবিধার খাতিরে রাজ্য সরকারের খাদ্য ও পরিবহণ দপ্তরের তরফে ডিজিটাল রেশন কার্ড কার্যকর করা হয়েছে। যদিও রেশন কার্ডটি পশ্চিমবঙ্গের নাগরিকদের কাছে এটি ই-রেশন কার্ড নামে অধিক পরিচিতি লাভ করেছে। এই ই-রেশন কার্ডটিকে আপনি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে রাখতে পারবেন ফলত এটি ছিঁড়ে যাওয়ার কিম্বা হারিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। রেশন গ্রাহকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, সাধারণ রেশন কার্ডের মতোই এই রেশন কার্ডও একইভাবে গুরুত্ব পাবে। এই রেশন কার্ডের সাহায্যে একদিকে যেমন রেশন তোলা যাবে, অন্যদিকে ঠিক তেমনভাবেই যেকোনো ক্ষেত্রে এটিকে প্রামাণ্য নথি হিসেবেও ব্যবহার করা যাবে, এমনকি যেকোনো প্রয়োজনে এটিকে প্রিন্ট করে নিয়েও ব্যবহার করা যাবে।
আরও পড়ুন:- এলআইসি জীবন আনন্দ পলিসি তে বিনিয়োগ করে পেয়ে যান ভালো পরিমাণ রিটার্ন, সাথে একগুচ্ছ সুবিধা।
এই রেশন কার্ড ডাউনলোড করবেন কিভাবে?
১. এই রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ -এ যেতে হবে।
২. এরপর হোম পেজের একেবারে নিচের দিকে থাকা E-RATION CARD অপশনে ক্লিক করুন।
৩. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে ই-রেশন কার্ড সংক্রান্ত নানাবিধ তথ্য উল্লেখ করা থাকবে। এই সমস্ত তথ্যগুলি পড়ে নিয়ে পেজটির নিচের দিকে থাকা Click to Download e ration card অপশনে ক্লিক করুন।
৪. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে আপনার রেশন কার্ডের নম্বরটি সঠিকভাবে লিখতে হবে এবং রেশন কার্ডের ক্যাটাগরি সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে। এরপর ক্যাপচা কোডটি নির্ভুলভাবে লিখে Search অপশনে ক্লিক করুন।
৫. পরবর্তী পেজে আপনার সামনে আপনার রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য চলে আসবে এবং উক্ত পেজে থাকা Download অপশন ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ই-রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।