সাধারণ মানুষের সুবিধার্থে এলআইসি -এর তরফে বিভিন্ন ধরনের স্কিম কার্যকর করা হয়েছে। এলআইসি -এর পক্ষ থেকে কার্যকর এই সমস্ত স্কিমগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি স্কিম হলো এলআইসি জীবন আনন্দ পলিসি।
এলআইসি জীবন আনন্দ পলিসের অধীনে কি কি সুবিধা পাওয়া যায়?
এলআইসি জীবন আনন্দ পলিসি এমনই এক বিশেষ পলিসি যার মাধ্যমে গ্রাহকরা লাইফটাইম রিস্ক কভার পেয়ে থাকেন। অর্থাৎ এই পলিসির আওতাভুক্ত ব্যক্তিরা ১০০ বছর পর্যন্ত রিস্ক কভার পেয়ে থাকেন। এই পলিসির মাধ্যমে একদিকে যেমন ডেথ বেনিফিটের সুবিধা পাওয়া যায় অন্যদিকে ঠিক তেমনভাবেই সঞ্চয় করা সম্ভব। এই পলিসিতে বিনিয়োগকৃত অর্থ ম্যাচিউরিটি পিরিয়ডের পর ইনস্টলমেন্ট আকারেও ফেরত পাওয়া যেতে পারে। তবে এখানেই শেষ নয়, এলআইসি জীবন আনন্দ পলিসির আওতাভুক্ত ব্যক্তিরা ট্যাক্স -এর ক্ষেত্রেও ছাড় পেয়ে থাকেন। এর পাশাপাশি, এই পলিসির আওতাধীন ব্যক্তিরা লোন নেওয়ার সুবিধাও পেয়ে থাকেন। জীবন আনন্দ পলিসির নিয়ম অনুসারে পলিসির মেয়াদ ফুরানোর পূর্বে পলিসি হোল্ডারের মৃত্যু ঘটলে বিনিয়োগকৃত অর্থ নমিনি অথবা আইনসম্মত উত্তরাধিকারীকে দেওয়া হয়ে থাকে।
কারা এই পলিসের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন?
যেকোনো প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকই এই পলিসির সুবিধা নিতে পারবেন। এলআইসি -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে, নূন্যতম ১৮ বছর বয়সী ব্যক্তি থেকে শুরু করে ৫০ বছর বয়সী ব্যক্তিরাই কেবলমাত্র এলআইসি জীবন আনন্দ পলিসির সুবিধা নিতে পারবেন।
আরও পড়ুন:- ধূপকাঠির ব্যাবসা করে প্রতি মাসে রোজগার করুন ২৫,০০০ টাকা।
পলিসির লক ইন পিরিয়ড কত বছর?
এলআইসি তরফে প্রকাশিত তথ্য অনুসারে, নূন্যতম ১৫ বছরের জন্য এই পলিসির অধীনে বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছরের জন্য এই পলিসির আওতায় বিনিয়োগ করা সম্ভব। অর্থাৎ এলআইসি জীবন আনন্দ পলিসির লগ ইন পিরিয়ড ১৫ বছর থেকে ৩৫ বছর। তবে এই পলিসির লক ইন পিরিয়ড বা এই পলিসিতে কত বছরের জন্য বিনিয়োগ হবে তা নির্ধারণের ক্ষেত্রে আপনার বয়স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এলআইসি -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে, পলিসির ম্যাচিউটির সময় সুবিধাভোগীর বয়স ৭৫ বছর বা তার তুলনায় কম হতে হবে। সুতরাং আপনার পলিসির লক ইন পিরিয়ড কত হতে চলেছে তা আপনার বয়সের উপর নির্ভর করবে।
এই স্কিমে কত টাকা বিনিয়োগ করতে হবে?
এই স্কিমে ন্যূনতম এক লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। অন্যদিকে এই স্কিমে বিনিয়োগের কোন উর্ধ্বসীমা নেই। অর্থাৎ এক লক্ষ টাকা থেকে শুরু করে আপনি আপনার সামর্থ্য অনুসারে অর্থ বিনিয়োগ করতে পারবেন। এক্ষেত্রে আপনার বিনিয়োগের অর্থ অনুসারে প্রিমিয়ামের পরিমাণ নির্ধারণ করা হবে। গ্রাহকদের সুবিধার্থে আরো জানিয়ে রাখি যে, এক্ষেত্রে প্রত্যেক মাসে প্রিমিয়ামের অর্থ জমা দেওয়া যেতে পারে অথবা গ্রাহকের ইচ্ছা অনুসারে ত্রৈমাসিক, বার্ষিক কিংবা অর্ধবার্ষিক ভিত্তিতেও প্রিমিয়ামের অর্থ জমা দেওয়া সম্ভব।