কেন্দ্রীয় সরকারের তরফে আধার কার্ড কার্যকর করার পর থেকেই সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের নানা ধরনের কাজ সম্পন্ন করার জন্য আধার কার্ড বাধ্যতামূলক হয়ে উঠেছে। বর্তমানে সমগ্র দেশের সাধারণ মানুষের কাছে প্যান কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ডের মতোই আধার কার্ডও এক অন্যতম গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। এমনকি কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নির্দেশ অনুসারে, প্যান কার্ডের বৈধতা বজায় রাখার ক্ষেত্রেও আধার কার্ড প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গ্যাস কানেকশন নেওয়া থেকে শুরু করে মোবাইলের সিম কার্ড তোলা কিংবা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে আধার কার্ড এক অন্যতম অপরিহার্য নথি। তবে সময়ের সাথে সাথে আধার কার্ডের গুরুত্ব যত বেড়েছে ততই আধার কার্ডকে কেন্দ্র করে নানা ধরনের জালিয়াতির রিপোর্টও বেড়েছে। বেশ কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের আধার কার্ডকে কাজে লাগিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করছে যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।
ইতিপূর্বে সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছিল যে, বহু সংখ্যক নাগরিকের আধার কার্ডের মাধ্যমে এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা নতুন সিম কার্ড সংগ্রহ করছেন এবং এর মাধ্যমে প্রতারণামূলক কাজকর্ম করছেন। আর এর ফলে পরবর্তীতে সাধারণ মানুষকে যথেষ্ট হয়রানির শিকার হতে হচ্ছে। এর ফলে একদিকে যেমন ভারতীয় জনগণ প্রতারণার শিকার হচ্ছে অন্যদিকে ঠিক তেমনভাবেই কোনরূপ দোষ না করে এই সমস্ত প্রতারণামূলক কাজকর্মের সঙ্গে সাধারণ জনগণের নাম জড়াচ্ছে। আর ভারতীয় জনসাধারণের এই সমস্যাকে দূর করার জন্য এবং যেকোনো প্রকার প্রতারণা থেকে সাধারণ নাগরিকদের সুরক্ষিত রাখার জন্য UIDAI -এর তরফে এমন এক বিশেষ ব্যবস্থা কার্যকর করা হয়েছে যার মাধ্যমে আপনারা বাড়িতে বসেই আপনার আধার কার্ডের সঙ্গে কতগুলি সিম কার্ড যুক্ত রয়েছে তা জেনে নিতে পারবেন।
আপনার আধার কার্ডের সঙ্গে কতগুলি সিম কার্ড যুক্ত রয়েছে তা জানার উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক:-
সমগ্র ভারতের সাধারণ মানুষকে আধার কার্ড সংক্রান্ত যেকোনো প্রকার সুবিধা প্রদানের জন্য UIDAI -এর তরফে তাদের অফিসিয়াল ওয়েবসাইট কার্যকর করা হয়েছিল। আর এখন আপনারা বাড়িতে বসেই UIDAI -এর অফিসের ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের আধার কার্ড সংক্রান্ত সমস্ত প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন। সুতরাং অন্যান্য সমস্যার মতোই আপনার আধার কার্ডের সঙ্গে কতগুলি সিম কার্ড যুক্ত রয়েছে তা জানার জন্যও আপনাকে UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ -এ পৌঁছে যেতে হবে। এরপর হোম পেজের নিচের দিকে থাকা Aadhaar Services নামক অপশনটির আওতায় থাকা অপশনগুলির মধ্যে থেকে Verify an Aadhaar Number অপশনটি নির্বাচন করে নিন।
উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার আধার নম্বর ও ক্যাপচা কোড সঠিকভাবে লিখতে হবে। আধার কার্ডের নম্বর এবং ক্যাপচা কোড সঠিকভাবে লিখে নিচে থাকা PROCEED TO VERIFY অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার আধার নম্বরের সঙ্গে কতগুলি মোবাইল নম্বর যুক্ত রয়েছে তা সংক্রান্ত তথ্য দেখে নিতে পারবেন। এভাবেই আপনারা বাড়িতে বসেই নিজেদের আধার কার্ডের সঙ্গে কতগুলি সিম কার্ড যুক্ত রয়েছে তা সংক্রান্ত তথ্য দেখে নিতে পারবেন। এমনকি এই সমস্ত সিম গুলি যদি আপনার না হয়ে থাকে তবে আপনি সিম কার্ডগুলোকে বন্ধ পর্যন্ত করতে পারবেন।
তবে শুধুমাত্র এই প্রক্রিয়াটির মাধ্যমে নয় DOT -এর তরফে কার্যকরী TAFCOP পোর্টাল বা টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন পোর্টাল https://tafcop.sancharsaathi.gov.in/ কার্যকর করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে আপনারা আপনাদের আধার নম্বরটি সঙ্গে কতগুলি মোবাইল নম্বর যুক্ত রয়েছে তা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য জেনে নিতে পারবেন। এর জন্য আপনাকে TAFCOP পোর্টালে যেতে হবে এবং হোম পেইজের নিচের দিকে থাকা স্থানে মোবাইল নম্বর, ক্যাপচা কোড সঠিকভাবে লিখে OTP ভেরিফিকেশন -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি দেখে নিতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে কতগুলি ফোন নম্বর লিঙ্ক করা রয়েছে। এছাড়াও এই পেজের নীচে থাকা REPORT অপশনের মাধ্যমে আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা অচেনা মোবাইল নম্বরের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। এমনকি যে সমস্ত পুরনো মোবাইল নম্বর আপনারা বর্তমানে ব্যবহার করছেন না কিন্তু আধার নম্বরের সাথে যুক্ত রয়েছে তাও সরিয়ে ফেলা যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিপূর্বে একটি মাত্র আধার কার্ড ব্যবহার করে মাত্র ৯ টি সিম কেনা যেত। কিন্তু বর্তমানে TRAI -এর তরফে জারি করা নির্দেশিকা অনুসারে একটি আধার কার্ডের মাধ্যমে আপনি ১৮ টি সিম কার্ড কিনে নিতে পারবেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে বহু সংখ্যক সিম কার্ডের প্রয়োজন হয়ে থাকে। আর তাতেই ব্যবসায়ীদের সুবিধার খাতিরে TRAI -এর তরফে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। তবে এই নতুন নিয়মের ফায়দা লুটছে দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসাধু ব্যবসায়ীরা। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের আধার কার্ডের মাধ্যমে বহু সংখ্যক সিম কার্ড কিনে এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা নানা ধরনের দুর্নীতিমূলক কাজকর্ম করছে।
সুতরাং কোন কারণে আপনারা যদি মনে হয়ে থাকে যে আপনার আধার কার্ডের সঙ্গে বহু সংখ্যক মোবাইল নম্বর যুক্ত রয়েছে যেগুলি আপনার নয় এবং আপনার আধার কার্ডের অপব্যবহারের মাধ্যমে নানা ধরনের খারাপ কাজ করা হচ্ছে, তবে আজই UIDAI কিংবা TAFCOP -এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিজের আধার কার্ডের সঙ্গে যুক্ত সিম কার্ডগুলি সম্পর্কে জেনে নিন এবং প্রয়োজনে আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত অচেনা নম্বরগুলির বিরুদ্ধে রিপোর্ট করুন।