দিন যত এগোচ্ছে ততই যেন জটিল হচ্ছে আধার কার্ড (Aadhaar Card) আপডেটের বিষয়। প্রতিদিনই প্রায় নিত্যনতুন নির্দেশিকা নিয়ে হাজির হচ্ছে সরকার। ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড (Aadhaar Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের নাগরিক হিসাবে কোটি কোটি মানুষের কাছে রয়েছে এই আধার কার্ড।
এই আধার কার্ড (Aadhaar Card) নিয়েই সময়ে সময়ে কিছু না কিছু পরিবর্তনের নির্দেশ জারি করছে কেন্দ্র সরকার। কোনও কিছুর সঙ্গে লিঙ্ক করা হোক বা আধার আপডেট, কিছু না কিছু নির্দেশিকা জারি করেই চলেছে সরকার। তবে এবার এই আধার কার্ড নিয়ে বড় রকমের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
Aadhaar Card নিয়ে বড় ঘোষণা :
ভারত সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রক বুধবার সংসদে জানিয়েছে, যদি কোনও অপারেটর আধার পরিষেবার জন্য অতিরিক্ত চার্জ নেয় তবে তাকে সাসপেন্ড করা হবে এবং যে রেজিস্ট্রার তাকে নিয়োগ করেছেন তাকে ৫০,০০০ টাকা অবধি জরিমানা করা হবে। এই ঘোষণার পরই জোর চর্চা শুরু হয় দেশজুড়ে।
Aadhaar Card পরিষেবায় নেওয়া যাবে না অতিরিক্ত চার্জ :
এই প্রসঙ্গে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর লোকসভায় একটি লিখিত উত্তরে বলেন, ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) সমস্ত আধার (Aadhaar Card) অপারেটরকে বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক বিবরণ আপডেট সহ আধার পরিষেবাগুলিতে অতিরিক্ত চার্জ না নিতে বলেছে।’
আর কী কী জানালেন মন্ত্রী :
তিনি আরও বলেন, যদি কোনও অপারেটর টাকা নেয় তাহলে লোকেরা ইমেলের মাধ্যমে বা টোল ফ্রি নম্বর ১৯৪৭-এ কল করে ইউআইডিএআইতে তাদের অভিযোগ জানাতে পারে। দফতরের মন্ত্রী আরও জানান, আধার নম্বরের তথ্য নথিভুক্তি করণ এবং আপডেট করা হয় রেজিস্ট্রার এবং এনরোলমেন্ট এজেন্সিগুলির একটি নেটওয়ার্কের মাধ্যমে, যা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, পাবলিক সেক্টর সংস্থা, তফসিলি ব্যাংক এবং নিয়ন্ত্রিত সংস্থা, সিএসসি ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড এবং কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার দ্বারা তৈরি অন্যান্য বিশেষ উদ্দেশ্যে।
কত দিন বিনামূল্যে Aadhaar Card আপডেট করা যাবে?
আধার কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, আধার কার্ডের আপডেট 14 ডিসেম্বর পর্যন্ত ফ্রি-তে করা যাবে। এর আগে তারিখটি ছিল 14 সেপ্টেম্বর। জুন মাস থেকে এই নিয়ে দ্বিতীয়বার তারিখ পরিবর্তন করেছে UIDAI।
আরও পড়ুন : ব্যবসা করবেন? ১০ লক্ষ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার! এই সুযোগ হাতছাড়া করবেন না
Aadhaar Card আপডেট করার সময় কী কী ডকুমেন্ট রাখতে হবে?
- পরিচয় এবং ঠিকানার জন্য রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, সরকার কর্তৃক পরিচয় পত্র বা অ্যাড্রেস সার্টিফিকেট এবং পাসপোর্ট।
- শুধু পরিচয়ের জন্য প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ছবি সহ সেকেন্ডারি বা স্কুল লিভিং সার্টিফিকেট, সরকার কর্তৃক পরিচয় পত্র বা অ্যাড্রেস সার্টিফিকেট।
- শুধু ঠিকানার শেষ 3 মাসের জন্য বিদ্যুৎ/জল/গ্যস বিল, ব্যাঙ্ক/পোস্ট অফিস পাসবুক, রেন্ট/লিজ/লিভ অথবা লিজ এগ্রিমেন্ট।
- এছাড়াও NREGA জব কার্ড, পেনশনর কার্ড, আর্মস লাইসেন্স, ফ্রিডম ফাইটার কার্ড, কিসান পাসবুক, গাড়ি শংসাপত্র থাকলেও আপডেট করা যাবে।
কীভাবে আপডেট করবেন আপনার Aadhaar Card?
- এর জন্য ভিজিট করতে হবে UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইটে। ক্লিক করুন https://uidai.gov.in/ লিঙ্কে।
- তারপর প্রোফাইল অপশনে গিয়ে তথ্যগুলো যাচাই করতে হবে
- কোনও তথ্য ভুল থাকলে উপরোক্ত যে কোনও একটি ডকুমেন্ট যাচাই করে সেটি আপডেট করতে পারবেন
- ডকুমেন্ট আপলোড করার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে
- সব তথ্য সঠিক হলে ‘I Verify that the above details are correct’ অপশনে ক্লিক করতে হবে