ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব -এর মতো সোশ্যাল মিডিয়া সাইট থেকে শুরু করে সমগ্র ভারতের সাধারণ নাগরিকদের মধ্যে বর্তমানে যে বিষয়টি বারংবার চর্চিত হয়েছে তা হল, দেশব্যাপী জারি হওয়া নতুন ৫০০ টাকার নোট। আজ্ঞে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার দৌলতে সমগ্র ভারতের সাধারণ জনগণ বর্তমানে এমন এক বিশেষ ধরনের ৫০০ টাকার নোটের সঙ্গে পরিচিত হয়েছে যার নম্বরের মাঝে স্টার চিহ্ন রয়েছে। আর তাতেই এই নতুন প্রকারের ৫০০ টাকার নোট নিয়ে দেশের আমজনতার মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তবে এই ধরনের ৫০০ টাকার নোট নিয়ে চর্চা যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই থমকে রয়েছে তা নয়, ৫০০ টাকার নোট সংক্রান্ত বিতর্ক মানুষের জীবনেও প্রভাব ফেলতে শুরু করেছে। দেশের বিভিন্ন ক্ষেত্রের দোকানগুলি এই নোট নিতে অস্বীকার করছে, অনেকেই আবার নিঃসন্দেহে জানিয়ে দিচ্ছেন এগুলি জাল নোট। আর তাই ৫০০ টাকার নোটের নম্বরে থাকা স্টার চিহ্ন নিয়ে সমগ্র ভারতের সাধারণ জনগণের মধ্যে চর্চা এবং আলোচনার শেষ নেই। ফলত আজকের এই পোস্টে আমরা স্টার মার্ক দেওয়া ৫০০ টাকার নোট সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি।
বেশ কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন এক বিশেষ প্রকার ৫০০ টাকার নোটের ছবি চারিদিকে ছড়িয়ে পড়ে যার প্রেফিক্সে এবং সিরিয়াল নম্বরে স্টার চিহ্ন রয়েছে, আর এই ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই নতুন ধরনের ৫০০ টাকার নোট নিয়ে জলঘোলা হতে শুরু করেছে। নতুন ৫০০ টাকার নোট নিয়ে সমগ্র ভারতের সাধারণ নাগরিকদের মধ্যে নানাবিধ প্রশ্ন উঠতে শুরু করলে খোদ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে দেশবাসীকে আশ্বস্ত করার জন্য এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানানো হয়েছে, স্টার চিহ্ন দেওয়া ৫০০ টাকার নোট জাল নোট নয়। বিভিন্ন ধরনের টাকার নোটে আর বি আই এর তরফে স্টার চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, এটি মূলত টাকার নোটকে আলাদা করে শনাক্ত করার ক্ষেত্রে সহায়তা করে থাকে। ৫০০ টাকার নোটে থাকা স্টার চিহ্নটি বোঝায় যে এটি একটি পুর্নমুদ্রিত নোট বা প্রতিস্থাপিত নোট।
আরও পড়ুন:- নিজস্ব রুটির ব্যবসা শুরু করে প্রতিমাসে ৫০,০০০ টাকা উপার্জন করে নিন।
কোনো নোট ছাপানোর ক্ষেত্রে ভুল হলে কিংবা অব্যবহারযোগ্য নোট ছাপানো হলে সেই নোটটির বদলে পুনরায় যে নোট ছাপানো হয়ে থাকে সেই সমস্ত নোটগুলিকে শনাক্ত করার জন্য স্টার চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত ১০০ টি নোটের বান্ডিলে ভুল-ত্রুটি যুক্ত নোটগুলিকে প্রতিস্থাপিত করার ক্ষেত্রে স্টার চিহ্নযুক্ত নোট ব্যবহার করা হয়ে থাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা নির্দেশিকা অনুসারে, সিরিয়াল নম্বর যুক্ত ১০০ নোটের বান্ডিলে যদি কোনো নোটকে প্রতিষ্ঠা করা হয়ে থাকে তবে প্রতিস্থাপিত টাকার নোটটিকে পৃথক করার জন্য স্টার নাম্বারিং সিস্টেম কার্যকর করা হয়েছে। সুতরাং ৫০০ টাকার নোটে থাকা স্টারজিনের সঙ্গে নকল কিংবা জাল নোটের কোন সম্পর্ক নেই।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে আরো জানানো হয়েছে যে, স্টার চিহ্ন দেওয়া ৫০০ টাকার নোটগুলি অন্যান্য নোটের মতোই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা নোট। সুতরাং অন্যভাবে বলা যায় যে, স্টার চিহ্নযুক্ত ৫০০ নোটগুলি সম্পূর্ণভাবে বৈধ এবং এই নোটের মূল্য ৫০০ টাকার অন্যান্য নোটের মূল্যের সমান। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে আরো জানানো হয়েছে যে ২০০৬ সালের আগস্ট মাসের আগে পর্যন্ত RBI -এর পক্ষ থেকে জারি করা সমস্ত টাকার নোটে প্রেফিক্স সহ সংখ্যা এবং অক্ষরের একটি ইউনিক সিরিয়াল নম্বর থাকত। কিন্তু ২০০৬ সালের আগস্ট মাসের পর থেকেই RBI -এর তরফে স্টার চিহ্ন দেওয়া নোট চালু করা হয়। ইতিপূর্বে কেবলমাত্র ১০, ২০ এবং ৫০ টাকার নোটে স্টার চিহ্ন ব্যবহার করা হতো। তবে বর্তমানে ৫০০ টাকার মত বড় নোটেও এই স্টার চিহ্ন ব্যবহার করা হচ্ছে। সুতরাং আপনার কাছেও যদি কোনো স্টার চিহ্ন সমন্বিত ৫০০ টাকার নোট থেকে থাকে তবে তা নিয়ে বিশেষ চিন্তা করার কোন কারণ নেই, ৫০০ টাকার নোটটিকে একটি সমগ্র ভারতের যেকোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।