বিশ্বের জনসংখ্যা হু হু করে বাড়ছে। জাতিসংঘের পূর্বাভাস বলছে, চলতি শতাব্দী শেষ হওয়ার আগেই পৃথিবীতে জনসংখ্যা ১০০০ কোটির সীমা ছুঁয়ে যেতে পারে। মানুষ যেমন উন্নত সুযোগ-সুবিধার খোঁজে গ্রাম থেকে শহরে ছুটছে, তেমনই আতঙ্কজনকভাবে বেড়ে চলেছে শহরগুলির ভিড়। তবে প্রশ্ন হচ্ছে—এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি? আর কোন কোন শহর আছে সেই তালিকায়?
কে সেই শীর্ষে থাকা শহর?
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ২০২৫ সালের রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের মুকুট এখনো জাপানের রাজধানী টোকিওর দখলে। প্রায় ৩ কোটি ৭০ লাখ মানুষ এখানে বসবাস করে। যদিও প্রবৃদ্ধির হার কিছুটা কমেছে, তবু সংখ্যার বিচারে টোকিও এক নম্বরেই।
ভারতের অবস্থান কেমন?
টোকিওর পরেই রয়েছে ভারতের রাজধানী দিল্লি। প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের শহর এটি। প্রতি বছর দ্রুত জনসংখ্যা বৃদ্ধির জেরে দিল্লি কার্যত টোকিওর পিছু পিছু এগোচ্ছে। ভারতের আরও একটি শহরও জায়গা পেয়েছে তালিকায়, তবে সেটি কোনটি—তা পরে আসছে।
তৃতীয় স্থানে কারা?
ড্রাগনের দেশ চীনও পিছিয়ে নেই। তাদের অর্থনৈতিক রাজধানী সাংহাই ৩ কোটি বাসিন্দার ভিড় নিয়ে পেয়েছে তৃতীয় স্থান। গ্রামের মানুষদের শহরমুখী হওয়াই এ বৃদ্ধির অন্যতম কারণ।
প্রতিবেশী বাংলাদেশের চমক
চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। প্রায় ২ কোটি ৪৬ লাখ মানুষের ভিড়ে ভরে উঠেছে পদ্মাপারের এ শহর।
এরপর কাদের নাম?
পঞ্চম স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো, যার জনসংখ্যা ২ কোটি ৩০ লাখ। ষষ্ঠ স্থানে লাতিন আমেরিকার শক্তিশালী শহর সাও পাওলো (জনসংখ্যা ২ কোটি ২৯ লাখ)। সপ্তম স্থানে মেক্সিকোর প্রাণকেন্দ্র মেক্সিকো সিটি (২ কোটি ২৭ লাখ)।
তালিকার একেবারে শেষের দিকে
বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় অষ্টম স্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং। প্রায় ২ কোটি ২৫ লাখ মানুষের ভিড় জমেছে সেখানেও। নবম স্থানে ভারতের আরেক মহানগরী মুম্বই—যার রাস্তাঘাটে প্রতিদিন চলাচল করে প্রায় ২ কোটি ২০ লাখ মানুষ। আর দশম স্থানে রয়েছে জাপানের ওসাকা, ১ কোটি ৯০ লাখ জনসংখ্যা নিয়ে।
তাহলে কলকাতার স্থান কোথায়?
জনবহুলতার দিক থেকে ভারতের দুই শহর—দিল্লি এবং মুম্বই—এই তালিকার শীর্ষ দশে জায়গা করে নিয়েছে। কিন্তু কলকাতার নাম সেখানে নেই। একসময় কলকাতা দক্ষিণ এশিয়ার অনেক বড় নগর ছিল, তবে জনসংখ্যার দৌড়ে আজ আর প্রথম দশে পৌঁছাতে পারেনি। যা নিঃসন্দেহে অনেকের কপালে বিস্ময়ের ভাঁজ ফেলবে।