আশা দেখিয়েও হতাশ করছে শীত। মঙ্গলবার কলকাতা-সহ (Kolkata) আশপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও বুধবার তা বেশ কিছুটা কমেছে। সকালের দিকে ঠান্ডার অনুভব করা গেলেও, বেলা বাড়তেও তা কেটে যাচ্ছে। এখনই জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস (Alipore Weather Office)।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া? এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
রাজ্যের উত্তর-পশ্চিম দিক থেকে হুহু করে ঢুকছে শুষ্ক হাওয়া। জেলাগুলিতে এর অনুভূতি টের পাওয়া গেলেও কলকাতায় তা হচ্ছে না। আপাতত কলকাতা-সহ বিভিন্ন জায়গার তাপমাত্রা কিছুটা কমলেও খুব তাড়াতাড়ি আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া : বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলির রাতের তাপমাত্রারও সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : বুধবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
আগামীকালের আবহাওয়া : পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।