চলবে না ঢিলেমি। প্রস্তাবিত সময়ের মধ্যেই শেষ করতে হবে যাবতীয় কাজ। শুক্রবার নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর (ভায়া রাজারহাট) (Gariahat-Airport Metro Via Rajarhat) একাধিক স্টেশনের পরিদর্শনের পর এমনই নির্দেশ দিলেন মেট্রো রেলওয়ের (Metro Railways Kolkata) জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। এদিন তাঁর সঙ্গে ছিলেন নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) উচ্চপদস্থ কর্তারাও।
বিমানবন্দর মেট্রো স্টেশন পরিদর্শনের পর কৈখালিতে যান মেট্রোর জেনারেল ম্যানেজার। সেখানে নির্মাণকাজ খতিয়ে দেখেন। পরবর্তীতে ভিআইপি রোড মেট্রো স্টেশন, চিনার পার্ক মেট্রো স্টেশন, বাগজলা খালের কাছে প্রস্তাবিত মেট্রো ডিপো জায়গায় যান।
মঙ্গলদীপ স্টেশনও ঘুরে দেখেন মেট্রোর জেনারেল ম্যানেজার। মঙ্গলদীপ স্টেশনে এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট এবং কনকোর্স লেভেল ঘুরে দেখেন। অর্থাৎ কোন রাস্তা দিয়ে যাত্রীর মঙ্গলদীপ মেট্রো স্টেশনে ঢুকবেন এবং কোন রাস্তা দিয়ে বেরোবেন, তা খতিয়ে দেখেন মেট্রোর জেনারেল ম্যানেজার।।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরে যেভাবে কাজ চলছে, তা নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন জেনারেল ম্যানেজার। যা যা কাজ বাকি আছে, তা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হয়, সেই নির্দেশ দিয়েছেন তিনি।