এখনকার দিনে স্মার্টফোন নেই এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। আর স্মার্টফোন মানেই তাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মত সোশ্যাল মিডিয়া থাকবেই। এছাড়াও লেনদেনের জন্য গুগল পে (Google Pay), ফোন-পে (Phone Pe), পেটিএম (Paytm) ব্যবহার করেন অনেকেই। এতে করে খুব সহজেই টাকা পাঠানো যায়। তবে Whatsapp এরও কিন্তু এমন UPI পেমেন্ট সিস্টেম রয়েছে।
গতবছরই হোয়াটসঅ্যাপ পেমেন্টস (WhatsApp Payments) চালু হয়ে গিয়েছিল। কিন্তু বাকিদের ভিড়ে সেভাবে জনপ্রিয়তা পায়নি হোয়াটসঅ্যাপ পেমেন্টস। তাই এবার Whatsapp দিয়ে টাকা পাঠানো আরও সহজ আর জনপ্রিয় করে তুলতে দুর্দান্ত অফার নিয়ে হাজির হল ফেসবুক থুড়ি মেটা (Meta) কোম্পানি।
ঠিক যেমন গুগল পে বা অন্য কোনো UPI অ্যাপ ব্যবহার করে টাকা পাঠানো যায়। তেমনই সমস্ত সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপ পেমেন্টে। শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করা থাকলেই অন্য যে কাউকে টাকা পাঠানো যাবে। কিন্তু বাকি জনপ্রিয় অ্যাপের মাঝে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা নিতান্তই কম।
এবার গ্রাহকদের জন্য নতুন অফার ঘোষণা করা হয়েছে। যেখানে হোয়াটসঅ্যাপ পেমেন্টস (WhatsApp Payments) ব্যবহার করলেই মিলবে ক্যাশব্যাক। হ্যাঁ ঠিকই দেখছেন। Whatsapp ব্যবহারকারীদের ফোনের স্ক্রিনে নতুন একটা অপশন দেখা যাচ্ছে। যেখানে লেখা ‘Get Cashback on your Next Payment’। অর্থাৎ পেমেন্ট করলেই কিছু টাকা করে ক্যাশব্যাক পাওয়া যাবে।
প্রসঙ্গত, ক্যাশব্যাকের অফার এই প্রথম নয়। এর আগে ২০২২ সালে চালু হওয়ার পর এমনই অফার দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপের তরফ থেকে। সেখানে প্রথম তিনটি পেমেন্ট এর জন্য ৩৫ টাকা করে ক্যাশব্যাক পাওয়া গিয়েছিল। তাই আবারও ক্যাশব্যাক চালু করে ইউজার সংখ্যা বাড়ানোর চেষ্টায় রয়েছে বলে মনে করা হচ্ছে।