Weather Update : আজ অর্থাৎ ২২শে জানুয়ারি মরশুমের শীতলতম দিন (Coldest Day of the Year)। আবহাওয়ার খবর (Weather Report) বলছে কলকাতায় আজ এক ধাক্কায় পারদ নামবে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এর আগে ১৩ই জানুয়ারি ১২ ডিগ্রিতে নেমেছিল কলকাতার তাপমাত্রা। হিসেবে মত দেখতে গেলে ২৪ ঘন্টায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গেল তাপমাত্রা। এরই সাথে বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাসও মিলেছে।
আগামী ২৪ ঘণ্টা কমবেশি আবহাওয়া একইরকম থাকবে। আগামিকাল, মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। ২৪ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ, দক্ষিণবঙ্গের চার জেলা কুয়াশাছন্ন থাকবে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। দুই-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার দাপট।
কলকাতার আবহাওয়ার খবর (Kolkata Weather Update)
আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। যেটা স্বাভাবিক তাপমাত্রার থেকেও ২ ডিগ্রি কম। গতকাল, অর্থাৎ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৬৩ থেকে ৯৫ শতাংশ।
আরও পড়ুনঃ আধার কার্ড থাকলেই এবার পাবেন ১০ লক্ষ টাকা! শুধু আবেদন করুন কেন্দ্রের এই স্কিমে
তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলেই মনে করা হচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা থাকছেন ২৩শে জানুয়ারি। এরপর ২৪ ও ২৫ তারিখ পূর্ব-পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে উত্তরবঙ্গের সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে। যার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও। তাই যারা এই সময় দার্জিলিং ঘুরতে গিয়েছেন তারা ভরপুর বরফ দেখতে পাবেন।