West Bengal Tourism Package : চলে এসেছে পুজোর মরসুম। একটা গোটা বছরের অপেক্ষার পর মা দুর্গার আগমন। অনেকেই এই সময়টার অপেক্ষা করে থাকেন নিস্তব্ধ নিরিবিলিতে কাটানোর জন্যে। ব্যাগপত্র গুছিয়ে দু’চার দিনের জন্য অচেনা অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে চান অনেকেই। কিন্তু বেরিয়ে পড়ার ইচ্ছে থাকলেও বেরিয়ে পড়াটা কিন্তু অতটাও সহজ নয় তার জন্যে কিছু কম ঝক্কি পোয়াতে হয়না।
তাই এই ঝামেলা থেকে মুক্তির জন্যে অনেকেই বেছে নেন ‘প্যাকেজ ট্যুর’(Tourism Package)। টিকিট থেকে হোটেল সবকিছুর দায়িত্ব নেন ট্যুর অপারেটররা। এতে নিশ্চিন্ত মনে ঘোরা যায়। কিন্তু আজকাল প্যাকেজ ট্যুরেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বেড়াতে গিয়ে মনের মতো পরিষেবা পাওয়া যাচ্ছে না। এবারে এই একই পরিষেবা নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার।
মূলত বাড়ি থেকে বের হওয়া থেকে বেড়িয়ে ফিরে আসা পর্যন্ত একেবারে সবটার খুঁটিনাটি তুলে ধরতে চাইছে পর্যটন দফতর। পাহাড় থেকে সমুদ্র, শান্তিনিকেতন থেকে মায়াপুর পর্যটনের মায়া কোনও অংশ কম নেই বাংলায়। সেক্ষেত্রে বাংলার পর্যটনকে এবার প্যাকেজের মোড়কে তুলে ধরতে চাইছে রাজ্য পর্যটন দফতর।
আরও পড়ুনঃ মহালয়ার আগেই লাইনে ছুটবে AC ফার্স্ট ক্লাস ট্রেন, কত ভাড়া? চলবে কোন রুটে? রইল বিস্তারিত
এই প্যাকেজ ট্যুরে রাজ্যের ১৬টি ডেস্টিনেশন অন্তর্ভুক্ত রয়েছে (West Bengal tourism packages),যা প্রকাশ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর। ১৬টি ডেস্টিনেশনে ৬৫টি ট্যুর প্যাকেজ নিয়ে আপাতত এই প্রক্রিয়া চালাবে রাজ্য পর্যটন দফতর। এই ট্যুর প্যাকেজের মধ্যে পাহাড়ে দুটি সার্কিট রয়েছে—দার্জিলিং ও কালিম্পং। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা রয়েছে বন্যপ্রাণের আওতায়।
হেরিটেজ ট্যুর প্যাকেজের মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, মালদহ, হাওড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, কোচবিহার ও কলকাতা। প্রকৃতির কাছাকাছি বেড়াতে যেতে চাইলে আপনাকে বেছে নিতে হবে পুরুলিয়া, ঝাড়গ্রামের প্যাকেজের। আর সমুদ্রসৈকতের আওতায় রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। আর উইকএন্ড ডেস্টিনেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনাকে। এছাড়া জেলাগুলোতে রিলিজিয়াস সার্কিট অর্থাৎ ধর্মীয় পর্যটন ক্ষেত্র রয়েছে প্রায় একশোটির বেশি এবং চারশোরও বেশি ধর্মস্থানের ঠিকানা উল্লেখ করা হয়েছে।