সদ্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ায় আগামী দিনে উচ্চশিক্ষায় কোন ক্ষেত্রে পড়াশোনা করলে অত্যন্ত সহজে চাকরি পাওয়া যাবে, কোন বিষয়টি নিয়ে পড়াশোনা করলে অন্যদের তুলনায় বেশি সুযোগ মিলবে অথবা কোন বিষয়টি নিয়ে পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত কম টাকা প্রয়োজন হয়ে থাকে তা জানতে উৎসুক হয়ে উঠেছেন সমগ্র পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রী সহ অভিভাবকেরা। আর এইরূপ অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কৌশল বিকাশ যোজনার আওতায় মালদহের গৌড় কলেজে এমন এক বিশেষ পরিষেবা কার্যকর করা হলো যার মাধ্যমে রাজ্যের ছাত্র-ছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে ৫ টি চাকরীমুখী কোর্সে শিক্ষা গ্রহণ করতে পারবেন।
বিভিন্ন ক্ষেত্রে রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে মালদহের গৌড় কলেজে স্কিল হাব তৈরি করা হয়েছে। আর তাতেই সমগ্র রাজ্যের ছাত্র-ছাত্রীদের কাছে সম্পূর্ণ বিনামূল্যেে ৫ টি ডিপ্লোমা কোর্স করার হাতছানি নিয়ে হাজির হয়েছে মালদহের গৌড় কলেজ। এর পাশাপাশি আরোও জানা গিয়েছে যে, চলতি শিক্ষাবর্ষ থেকেই গৌড় কলেজ থেকে গ্রাফিক্স ডিজাইন, হেলথ কেয়ার হাইজিন এবং হাউসকিপিং, ট্রেইনি বিউটিশিয়ান, যোগা ও হেয়ার ডায়ার – এই পাঁচটি ডিপ্লোমা কোর্সের আওতায় শিক্ষা গ্রহণ করতে পারবেন পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা।
কারা এই কোর্সের আওতায় আবেদন জানাতে পারবেন?
বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা তাদের যোগ্যতা অনুসারে এই সমস্ত কোর্সগুলির আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। রাজ্যের ছাত্র-ছাত্রীরা যাতে কোনরকম সমস্যা ছাড়াই গৌর কলেজের এই সমস্ত কোর্সের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারে তার জন্য এক বিশেষ অনলাইন পোর্টাল কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা জুন মাস পর্যন্ত এই সমস্ত কোর্সগুলির আওতায় নিজেদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন।
কোর্সের সময়সীমা:-
কলেজ কর্তৃপক্ষের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, এই কোর্সগুলির সময়সীমা ৬ মাস। আর এই ৬ মাসের মধ্যেই ছাত্র-ছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে এই সকল কোর্সের আওতায় শিক্ষাগ্রহণ করে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে পারবেন। কোর্সের সময়সীমা শেষ হলে অর্থাৎ ৬ মাস পর ছাত্র-ছাত্রীদের ডিপ্লোমা সার্টিফিকেট প্রদান করা হবে। যেসকল ছাত্র-ছাত্রীরা এই ৫ টি কোর্সের আওতায় সম্পূর্ণ শিক্ষা গ্রহণে আগ্রহী তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, এই সমস্ত কোর্সের অধীনে নিজের নাম নথিভুক্ত করতে হলে আপনাকে গৌড় কলেজে নিয়মিত ক্লাস করতে হবে, নতুবা আপনাকে এই ডিপ্লোমা কোর্স নিয়ে নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হবে।
মালদহের গৌড় কলেজের তরফে ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ৫ টি ডিপ্লোমা কোর্স কার্যকর করা হলে গৌড় কলেজের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কার্যকরী প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার নামও বারংবার সামনে এসেছে। আর তাতেই রাজ্যের সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। চলুন তবে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা সম্পর্কে জেনে নেওয়া যাক:-
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে সমগ্র ভারতের কর্মহীন যুবক-যুবতীদের কর্মদ্যোগী করে তোলার জন্য নানান ধরনের প্রকল্প লঞ্চ করা হয়েছে। সমগ্র ভারতের বেকারত্ব কমানোর জন্য এবং দেশের যুবসমাজকে কর্মক্ষেত্রে সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এমনই এক বিশেষ প্রকল্প হল প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। ভারতে বসবাসকারী যেসকল যুবক-যুবতীরা নিজেদের আর্থিক অসচ্ছলতার কারণে কিংবা দৈহিক অসুস্থতার কারণে উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারেননি তাদের নানা ধরনের কর্মমুখী কোর্সের আওতায় প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অন্যতম উদ্দেশ্য। দেশের যুবক-যুবতীরা ৩ মাস, ৬ মাস অথবা ১ বছরের জন্য এই যোজনার আওতাধীন যেকোনো কোর্সের অধীনে ট্রেনিং করতে পারবেন। ট্রেনিং সম্পন্ন হলে যুবক-যুবতীদের একটি সার্টিফিকেট দেওয়া হবে যা ভারতের যেকোনো ক্ষেত্রেই কোনরকম সমস্যা ছাড়াই গৃহীত হবে।
আরও পড়ুন:- জুন থেকে শুরু হলো রেশন তোলার নতুন নিয়ম। এখনই জেনে নিন।
তবে এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কার্যকরী এই যোজনার আওতায় যুবক-যুবতীদের স্বাবলম্বী হওয়ার জন্য ঋণ প্রদানের ব্যবস্থা পর্যন্ত রয়েছে, এমনকি এই যোজনার আওতাভুক্ত যুবক-যুবতীদের চাকরি পাওয়ার ক্ষেত্রেও সহায়তা করা হয়ে থাকে। যুবক-যুবতীদের সুবিধার জন্য এই যোজনার আওতায় নাম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনরকম মূল্য নেওয়া হয় না, উপরন্তু এই যোজনার সুবিধাভোগী যুবক-যুবতীদের সরকারের তরফে সর্বোচ্চ ৮ হাজার টাকার পুরস্কার দেওয়া হয়ে থাকে। এমনকি এই যোজনার অধীনে থাকা যুবক-যুবতীদের ৩ বছরের জন্য ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্ট ইন্সুরেন্সের সুবিধা দেওয়া হয়ে থাকে। সুতরাং আপনিও যদি বেকারত্বের কালো মেঘ কাটিয়ে কর্মক্ষেত্রে স্বাবলম্বী হতে চান তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী কৌশল বিকাশ যোজনাটি আপনার জন্য একেবারে পারফেক্ট।
কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই প্রকল্পটির আওতায় ভারতবর্ষে বসবাসকারী ১৮ বছর বয়সী ব্যক্তি থেকে শুরু করে ৪৫ বছর বয়সী ব্যক্তিরা আবেদন জানাতে পারবেন। ভারতের সমস্ত ক্ষেত্রের ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা আওতায় কনস্ট্রাকশন, ইলেকট্রনিক্স এবং হার্ডওয়্যার, ফুড প্রসেসিং, ফার্নিচার এবং ফিটিং, হ্যান্ডিক্র্যাফট, রত্ন ও জুয়েলারি এবং চামড়া প্রযুক্তি সহ ৪০ টি টেকনিক্যাল কোর্সের অধীনে ট্রেনিং নেওয়ার সুযোগ রয়েছে। আপনি আপনার পছন্দ অনুসারে যেকোনো একটি কোর্স বেছে নিয়ে উক্ত কোর্সের অধীনে সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং নিতে পারবেন।
যুবক-যুবতীদের উদ্দেশ্যে আরও জানিয়ে রাখি যে, শুধুমাত্র গৌড় কলেজে নয় পশ্চিমবঙ্গ সহ ভারতের বহু সংখ্যক ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় সম্পূর্ণ বিনামূল্যে বেকার যুবক-যুবতীদের ট্রেনিং দেওয়া হয়ে থাকে। সুতরাং আপনিও যদি আপনার পছন্দসই কোর্সের আওতায় ট্রেনিং নিতে চান তবে আপনাকেও আপনার নিকটবর্তী ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে হবে এবং তাদের নির্দেশ অনুসারে প্রয়োজনীয় প্রক্রিয়াগুলি পূরণ করার মাধ্যমে আপনি প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় ট্রেনিং নিতে পারবেন। তবে এক্ষেত্রে যে প্রশ্নটি রয়ে যায় তা হল, কিভাবে নিজের বাড়ির নিকটবর্তী ট্রেনিং সেন্টার খোঁজা যাবে? আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা অফিসিয়াল ওয়েবসাইট https://www.pmkvyofficial.org/trainingcenter -এর মাধ্যমে আপনারা নিজের বাড়ির নিকটবর্তী ট্রেনিং সেন্টার খুঁজে নিতে পারবেন। সুতরাং আপনিও যদি প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় সম্পূর্ণ বিনামূল্যে যেকোনো কোর্সের আওতায় ট্রেনিং নিতে ইচ্ছুক হয়ে থাকেন তবে গৌড় কলেজে অথবা আপনার বাড়ির নিকটবর্তী যেকোনো ট্রেনিং সেন্টার থেকে আপনার পছন্দসই কোর্সের আওতায় ট্রেনিং নিতে পারবেন।