Toto New Rule by Govt of WB : বর্তমানে রাস্তাঘাট চলাফেরা করলে দেখা যাবে রাস্তায় মানুষের থেকে বেশি দেখা যায় টোটো (Toto)। কারণ মানুষ এখন বেকারত্বে ভুগছে, আর তাই তারা কিছু না পেয়ে টোটো নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়ছেন। নেই কোনো বয়সের উর্ধ্বসীমা বা নিম্নসীমা। যে পারছে সেই বেড়িয়ে পড়ছে টোটো (E Rickshaw) নিয়ে। লাগাম ছাড়া হয়ে পড়েছে সবকিছু। লাগাম টানতে উদ্যোগী হলেন পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী (West Bengal Transport Minister) স্নেহাশিস চক্রবর্তী ।
পরিবহন মন্ত্রীর কথায়, অনেক কারখানায় অবৈধভাবে তৈরি হচ্ছে অনেক টোটো। এই টোটোর সংখ্যা এত বেশি হয়ে পড়েছে যে পথ চলতি মানুষদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শুধু তাই নয়, অনেক যানবাহনেও এর প্রভাব পড়ছে। সকলেই বাস , রিক্সার থেকে টোটোকেই বেছে নিচ্ছে। যাত্রী না পেয়ে অনেক বাসরুট বন্ধ হচ্ছে।
আরও পড়ুনঃ দেশবাসীকে মাসে ১৫০০০ টাকা দেবে সরকার! বিশ্বকর্মা পুজোতেই ধামাকা স্কিম প্রধানমন্ত্রীর
পাশাপাশি দেখা যাচ্ছে দূর্ঘটনা। আর তাই আর যাতে এই সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য টোটোর উপর নিয়ন্ত্রণ আনা খুব জরুরি। আর তাই নিয়ে এলেন নয়া নির্দেশিকা। দেখে নেওয়া যাক, সেগুলো কী কী?
- যেসব কারখানায় বেনামী ভাবে টোটো তৈরি হচ্ছে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি কারখানা গুলো বন্ধ করার কথাও বলা হয়েছে।
- টোটো চালকদের QR Code দেওয়া হবে, সেটাই হবে তাদের পরিচয় পত্র।
- প্রতিটি এলাকায় কতগুলো টোটো চলছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে।
- নতুন করে যারা টোটো চালাবে, তাদেরকে আগে প্রশাসনের কাছে নাম লেখাতে হবে।
- টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।
- টোটো চালকদের নির্দিষ্ট সময়ে টোটো চালাতে হবে।
- ১ অক্টোবর থেকে রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন ছাড়া টোটো চালানো যাবেনা।
- নিজের এলাকায় টোটো চালাতে হবে, যদি সে রিজার্ভে যায় অন্য জায়গায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে, সেখানে ভাড়া খাটা যাবেনা।
- টোটো চালানোর জন্য নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর।
- টোটোতে নিরাপত্তা বেল্ট থাকতে হবে।
এইসব নির্দেশিকা না মানতে হবে। নাহলে আগামী দিনে বিপদে পড়বেন চালকেরা। এমনকি এই নিয়ম না মানলে করা পদক্ষেপ করা হবে বলেও জানা যাচ্ছে।