রাজ্যবাসীর সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য সর্বদাই বদ্ধ পরিকর পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। গরীব মানুষেরা যাতে বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পায় তার জন্য ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) চালু করেন। এবার স্বাস্থ্যস্বাথী কার্ড নিয়ে আরও বড় ঘোষণা করা হল সরকারের তরফ থেকে।
আজও পশ্চিমবঙ্গে এমন অনেক মানুষ আছেন যারা চিকিৎসার বিপুল খরচ বহন করতে সক্ষম নন। তাদের জন্যই এই স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। যেখেনে একাধিক রজার চিকিৎসার জন্য সরকারের তরফ থেকে টাকা দেওয়া হয়। এবার এই কার্ড দিয়েই মিলবে ডায়ালিসিসের (Dialysis) মত জীবনদায়ী চিকিৎসার সুবিধা।
মানুষের শরীরের অতিপ্রয়োজনীয় অঙ্গের মধ্যে একটি হল কিডনি। কিডনি যখন ঠিক মত কাজ করে না বা বিকল হয়ে যায় তখন রক্ত ও জল পরিশুদ্ধ করণের জন্য ডায়ালিসিস এর সাহায্য নিতে হয়। যে সমস্ত রুগীরা ডায়ালিসিস করান তারাই জানেন এই পক্রিয়ার জন্য ৫০০০-১৫০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে প্রতিবারে। যেটা সাধারণ মানুষের কাছে ব্যাপক একটা অর্থ।
আরও পড়ুনঃ সম্পূর্ণ পাল্টে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার ধরণ! বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার
তাই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে ডায়ালিসিস করা যাবে ঘোষণা হওয়ার পরেই হাসি ফুটেছে রাজ্যবাসীর মুখে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল লক্ষ লক্ষ মানুষের উপকারে লাগবে বলেই মত বিশিষ্ঠ মহলের। কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় মিলবে এই ফ্রি ডায়ালিসিস? প্রাইভেট হাসপাতালে? নাকি সরকারি হাসপাতালে?
এই প্রশ্নের উত্তরে জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাজ্যের মোট ৭টি বড় মেডিক্যাল কলেজের হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয়। এছাড়াও আরও ৪৫টি সরকারি হাসপাতালে মেলে ডায়ালিসিসের সুবিধা। তবে এবার এই সংখ্যাটা শীঘ্রই বাড়তে চলেছে। কারণ স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়ার দরুন রুগীর সংখ্যা আরও বেড়ে যাবে তাই এক্যাফেই এই সংখ্যাটা অনেকটাই বাড়িয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
যেমনটা জানা যাচ্ছে শীঘ্রই নন্দীগ্রাম, ঘাটাল, খড়্গপুর, দিনহাটা, শ্রীরামপুর, কালিম্পং, বনগাঁ, রঘুনাথপুর, ইসলামপুর, সল্টলেক, হলদিয়া, ডোমকল, টিএল জয়সওয়াল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, চাঁচল, ফালাকাটা, বড়জোড়া, কান্দি, নয়াগ্রাম ও তেহট্টের হাসপাতালেও ডায়ালিসিস পরিষেবা চালু করা হবে।