গোটা দেশ তথা বিশ্বের দরবারে আবারও জ্বলজ্বল করবে কলকাতার (Kolkata) নাম। কিভাবে? উত্তর হল পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) নতুন উদ্যোগ, যা বাণিজ্য নগরী কলকাতার মুকুটে নয়া পালক জুড়ে দেবে। কিন্তু কি এমন হবে? আজ সেই বিষয়েই জানাবো আপনাদের।
কলকাতায় ‘ভার্টিক্যাল সিটি’ (Vertical City)
কলকাতায় এবার ৩৮ তলার একটি ভার্টিক্যাল সিটি (Vertical City) তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। যাঁর জন্য বরাদ্দ হবে ২১৯ কোটি টাকা। কি অবাক হয়ে গেলেন? তবে এমনটাই কিন্তু সত্যি হতে চলেছে। মঙ্গলবার নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) একথা জানিয়েছেন। কোথায় তৈরী হবে ভার্টিক্যাল সিটি? জানা যাচ্ছে নিউ টাউনের ইকো পার্কের বিপরীতে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে (CBD) তৈরী করা হবে এই ব্যবসা ও বাণিজ্য কেন্দ্র।
এদিন হিডকো (HIDCO) বোর্ড মিটিংয়ের পর সাংবাদিকদের উদ্দেশ্যে ফিরহাদ হাকিম জানান, ‘নতুন এই প্রকল্পের জন্য প্রায় ২০০ কোটি টাকা খরচ হবে। এই বিল্ডিংটি তৈরীর জন্য চার বছরেরও বেশি সময় লাগবে। অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই ভার্টিক্যাল সিটি বাংলার পাশাপাশি পূর্ব ভারতের একাধিক অংশের ব্যবসার প্রসারে সাহায্য করবে। এছাড়াও জানা যাচ্ছে মার্কিন মুলুকের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (World Trade Center) এর আদলেই নাকি তৈরী হবে এই বিল্ডিংটি।
আরও পড়ুনঃ আয়ুষ্মান কার্ড করতে আর লাগবে না রেশন কার্ড! ৫ লক্ষ টাকার বিরাট সুবিধা দিচ্ছে কেন্দ্র
ফিরহাদ হাকিমের পরিকল্পনা
এদিন কলকাতার মেয়র জানান, ‘আমরা এমন এক বিল্ডিংয়ের পরিকল্পনা করেছি যেটা অত্যাধুনিক সুবিধার পাশাপাশি উচ্ছে পর্যায়ের সম্ভা, সম্মেলনি ও কর্মশালার সুবিধা থেকে ব্যবসা জনিত সমস্যা সমাধান করতে পারবে। এই বিষয়ে হিডকো এর এক আধিকারিক জানান, মুম্বাই, কোচির ওর্য়াল্ড ট্রেড সেন্টারের মতই নিউ টাউনেও ট্রেড সেন্টার তৈরী হবে। এর জন্য ইতিমধ্যেই চার একর জমি বরাদ্দ হয়েছে।
যেমনটা জানা যাচ্ছে, এই ভার্টিক্যাল সিটির বিল্ডিংয়ে একাধিক বিভাগ থাকবে। বিল্ডিংটিকে মূলত লিসা দেওয়া হবে ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউস এর মত সংস্থাদের। এছাড়া নিচে শপিং জোন রাখা হবে।