ভারতীয় নাগরিকদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এই ভোটার কার্ড(Voter Card)। যা এনে দেয় সাধারণ মানুষকে ভোটাধিকার! কিন্তু এই ভোটার কার্ডে অনেক সময়েই থেকে যে নানা ভুল-ভ্রান্তি! যা শুদ্ধ করা একটা বড়ো মুশকিলের ব্যাপার! এমনকি কিছু সময় ভুল সংশোধন করতে অনেক বেশি সময় লেগে যায়। তবে এতদিনের এই মুশকিল আসান হয়েছে এখন! ভোটার কার্ডের নানা সমস্যার সমাধান এখন ঘরে বসেই! এবার স্বয়ং মমতা ব্যানার্জী বলে দিলেন এক উপায়!
শুধুমাত্র সংশোধন নয়, আপনার যদি ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে, অথবা আপনার যদি ভোটার লিস্টে নাম না উঠে থাকে, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যে! নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশনে বুথ ও ব্লক স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, “১১ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের কাজ শুরু হচ্ছে। ভুল সংশোধন, নতুন ভোটারদের নাম তোলা হবে। বছরে চার বার ভোটার লিস্ট নবীকরণ হবে। ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই, ১ অক্টোবর।”
নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৪, ৫, ১৮, ২৫, ২৬ নভেম্বর ও ২রা এবং ৩রা ডিসেম্বর নাম নথিভুক্ত করার জন্য বুথ লেভেলে আবেদন করা যেতে পারে। তবে সেক্ষেত্রে আবেদনকারীকে ৬ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। আর আপনি যদি কোনো ভুল সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনাকে ৭৮ নং ফর্ম ফিলাপ করতে হবে। এছাড়াও আপনি যদি ভোটার কার্ডের সাথে আঁধার কার্ড লিংক করতে চান সেক্ষেত্রে ৬বি ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে।
আগামী ৯ই নভেম্বর ভোটের লিস্টের খসড়া প্রকাশের পর থেকেই আপনি আপনার সমস্যার ভিত্তিতে অগ্রিম আবেদন শুরু করতে পারবেন৷ অনালাইনে আবেদন করতে চাইলে আবেদনকারীকে https://voters.eci.gov.in/ -এই ওয়েবসাইটে যেতে হবে। সমস্যার ভিত্তিতে ফর্মের নম্বরও বলে দেওয়া হয়েছে।
- ফর্ম ৬: ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য।
- ফর্ম ৮ : ভোটার তালিকায় তথ্য সংশোধনের জন্য।
- ফর্ম ৭ : ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য।
- ফর্ম ৬বি : ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংশোধনের জন্য।