ডিজিটালাইজেশন যত বেড়েছে ততই সমগ্র বিশ্ব তথা সারা ভারত জুড়েও নানাবিধ নিত্যনতুন প্রযুক্তির আবির্ভাব ঘটেছে। আর এই সমস্ত প্রযুক্তির হাত ধরেই ভারতের জনগণের কাছে ইউপিআই এবং GooglePay, PhonePe, Amazon Pay, Paytm -এর মত অ্যাপগুলিও প্রকাশ্যে এসেছে। যদিও বর্তমানে ইউপিআই আর অনলাইন পেমেন্টের এই সমস্ত অ্যাপগুলি ছাড়া সাধারণ মানুষের জীবন অচল। যেকোনো প্রয়োজনে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে হোক বা সবজি বাজার করার ক্ষেত্রে অথবা অনলাইন শপিং করার জন্য হোক বা Zomato, Swiggy -এর মত অ্যাপগুলির মাধ্যমে খাবার অর্ডার করার জন্য অনলাইন পেমেন্ট অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আর তাই বর্তমানে সমগ্র ভারতব্যাপী UPI এবং এই সমস্ত অ্যাপগুলি চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে।
যদিও ইউপিআই এবং GooglePay, PhonePe, Amazon Pay, Paytm -এর মত অ্যাপগুলির মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে গ্রাহকের এক বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয়। আর তা হলো ইন্টারনেটের অভাব। সমগ্র ভারতের সমস্ত জায়গায় এখনো পর্যন্ত সঠিকভাবে ইন্টারনেট পৌঁছায়নি। এমনকি বিভিন্ন টেলিকম কোম্পানির ইন্টারনেট স্পিডও সমস্ত ক্ষেত্রে সমান নয়। যার কারণে বহু জায়গাতেই UPI পেমেন্ট করার ক্ষেত্রে গ্রাহকদের বারংবার সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এবারে সেই সমস্যারও সমাধান মিলেছে। বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI -এর পক্ষ থেকে এমন এক বিশেষ পদ্ধতি কার্যকর করা হয়েছে যার মাধ্যমে আপনারা কোনরকম ইন্টারনেট কানেকশন ছাড়াই UPI -এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। তবে এর জন্য আপনাকে বিশেষ একটি পদ্ধতি অনুসরণ করতে হবে। আর আজকের এই পোস্টে আমরা ইন্টারনেট ছাড়াই UPI -এর মাধ্যমে টাকা পাঠানোর এই বিশেষ পদ্ধতি নিয়ে আলোচনা করতে চলেছে।
কিভাবে আপনারা ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করতে পারবেন:-
১. ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার জন্য আপনাকে প্রথমেই আপনার ফোনে *99# ডায়াল করতে হবে। এরপর আপনাকে আপনার ব্যাংকের নাম, IFSC কোড, একাউন্ট নম্বর,ডেবিট কার্ড নম্বর, ডেবিট কার্ডের এক্সপায়ারি ডেট সহ প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে প্রদান করার মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
২. উপরোক্ত নম্বরটি ডায়াল করলেই আপনার সামনে একটি মেনু চলে আসবে যাতে আপনি UPI পেমেন্ট সংক্রান্ত নানা ধরনের অপশন পেয়ে যাবেন। টাকা পাঠানোর জন্য আপনাকে প্রথম অপশনটি নির্বাচন করে নিতে হবে। অর্থাৎ আপনাকে 1 লিখে SEND অপশনে ক্লিক করতে হবে।
৩. পরবর্তীতে আপনার সামনে আরো একটি ফ্ল্যাশ ম্যাসেজ আসবে যাতে আপনি কিভাবে টাকা ট্রান্সফার করতে চাইছেন তা সংক্রান্ত বিভিন্ন অপশন উল্লেখ করা থাকবে। এক্ষেত্রে আপনাকে মূলত চারটি অপশন দেওয়া হয়ে থাকে, আর এগুলি হল: Mobile No., UPI ID, Saved Beneficiary, IFSC OR AC NO.। এক্ষেত্রে যদি আপনি মোবাইল নম্বরের মাধ্যমে টাকা পাঠাতে চান তবে আপনাকে Mobile No. অপশনটি বেছে নিতে হবে, অন্যদিকে যদি আপনি IFSC কিংবা AC NO. -এর মাধ্যমে টাকা পাঠাতে চান তবে IFSC OR AC NO. অপশনটি বেছে নিতে হবে। আপনি যদি UPI ID -এর মাধ্যমে টাকা পাঠাতে চান তবে UPI ID বেছে নিন এবং পূর্বে পেমেন্ট করেছেন এইরূপ ব্যক্তিকে টাকা পাঠাতে চাইলে Saved Beneficiary অপশনে ক্লিক করুন।
আরও পড়ুন:- অলসতার কারণে কোন কাজ করা হয়ে উঠছে না? অলসতা দূর করার পদ্ধতিগুলি জেনে নিন।
৪. আপনি যদি মোবাইল নম্বরের মাধ্যমে টাকা পাঠাতে চান তবে সঠিক অপশনটি বেছে নিয়ে যে ব্যক্তিকে পাঠাতে চাইছেন তার মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখতে হবে। পরবর্তীতে আপনি কত টাকা পাঠাতে চাইছেন এবং আপনার UPI PIN সঠিকভাবে লিখে SEND অপশনে ক্লিক করলেই পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।
৫. এছাড়াও আপনি যদি UPI ID -এর মাধ্যমে টাকা পাঠাতে চান তবে আপনাকে সঠিক অপশনটি নির্বাচন করতে হবে এবং উক্ত ব্যক্তির UPI ID টি সঠিকভাবে লিখতে হবে। পরবর্তীতে আপনার UPI PIN সঠিকভাবে লিখতে হবে এবং সেন্ড অপশনে ক্লিক করার মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৬. অন্যদিকে আপনি যদি একাউন্ট নম্বরের মাধ্যমে টাকা পাঠাতে চান তবে আপনাকে উক্ত ব্যক্তির একাউন্ট নম্বর এবং IFSC কোড সঠিকভাবে লিখতে হবে। পরবর্তীতে আপনার UPI PIN সঠিকভাবে লেখার মাধ্যমে টাকা ট্রান্সফার করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।
উপরোক্ত পদ্ধতির পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে জারি করা আরো এক পদ্ধতির মাধ্যমে আপনি কোন রকম ইন্টারনেট ছাড়াই UPI -এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। ইন্টারনেট ছাড়াই টাকা ট্রান্সফার করার জন্য আপনাকে প্রথমেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা Toll Free নম্বর 080 4516 3666 এ কল করতে হবে এবং আপনার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট করে নিতে হবে। অ্যাকাউন্ট সেট আপ করার প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে আপনাকে টাকা ট্রান্সফার সহ অন্যান্য UPI সংক্রান্ত অপশনগুলি দেওয়া হবে। আর এই সমস্ত অপশনগুলি সঠিকভাবে নির্বাচন করে নেওয়ার মাধ্যমেই আপনি কোনরকম ইন্টারনেট ছাড়াই টাকা ট্রান্সফার করতে পারবেন।
সমগ্র ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সমস্ত শ্রেণীর মানুষের কাছে স্মার্টফোন নেই, যার কারণে তারা UPI -এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারেন না। এমনকি অনেক ক্ষেত্রেই বয়স্ক ব্যক্তিদের কাছে স্মার্টফোন থাকলেও তারা স্মার্টফোনের মাধ্যমে টাকা ট্রান্সফার করার পদ্ধতি সম্পর্কে জানেন না। এমনকি ভারতের বহু ক্ষেত্রে এখনো পর্যন্ত ইন্টারনেট কানেকশন পৌঁছায়নি, যার কারণে সমস্ত সুবিধা উপলব্ধ থাকলেও ইন্টারনেটের কারণে টাকা ট্রান্সফার করা সম্ভব হয় না। আর তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এই বিশেষ পদ্ধতি কার্যকর করা হয়েছে যার মাধ্যমে যেকোনো ব্যক্তি কোনরকম ইন্টারনেট কানেকশন ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে UPI -এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কার্যকরী এই বিশেষ পদক্ষেপ যথেষ্ট প্রশংসার দাবিদার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহলের কর্তা ব্যক্তিরা।