রাজ্যের নানাবিধ সরকারি দপ্তরে কর্মরত কর্মী থেকে শুরু করে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও কলেজগুলিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগামী দিনে রাজ্যের ছুটির তালিকায় আরও দুটি নতুন ছুটি যোগ হতে চলেছে। ইতিমধ্যেই এই নতুন ছুটি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় কোন কোন দিন কি কারণে ছুটি থাকতে চলেছে তা নিয়ে রাজ্যের রাজ্যে ছাত্রমহল থেকে শুরু করে সরকারি কর্মচারীদের মধ্যেও নানাবিধ গুঞ্জন শুরু হয়েছে। যার ফলে আজকের এই পোস্টে আমরা রাজ্য সরকারের তরফে ঘোষিত নতুন ২টি ছুটি সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি।
আজ ২রা আগস্ট ২০২৩, বুধবার নবান্নের এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র রাজ্যের সাধারণ জনগণের উদ্দেশ্যে জানিয়েছেন যে, আগামী দিনে শবেবরাত এবং করম পূজা উপলক্ষে পূর্ণ দিবস ছুটি থাকতে চলেছে রাজ্যের সরকারি দপ্তর এবং সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও কলেজগুলি। অর্থাৎ আগামীদিনে শবেবরাত ও করম পূজা উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অবস্থিত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও কলেজগুলিতে পাঠরত ছাত্র-ছাত্রীরা পূর্ব দিবস ছুটি পেতে চলেছেন। এতদিন পর্যন্ত করম পূজা এবং শবেবরাত উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি দপ্তর এবং সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল ও কলেজগুলিতে সেকশনাল হলিডে থাকতো, অর্থাৎ এই দিনগুলিতে কেবলমাত্র নির্ধারিত শ্রেণীভুক্ত সরকারি কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা ছুটি পেতেন। কিন্তু এবারে সর্ব ধর্ম সম্প্রদায়ের মিলন বার্তাকে সামনে রেখে শবেবরাত ও করম পূজা উপলক্ষে পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হলো।
আরও পড়ুন:- অত্যন্ত স্বল্প বিনিয়োগ এই ব্যবসাগুলি শুরু করে প্রত্যেক মাসে আয় করুন ভালো পরিমান টাকা।
এদিন নবান্নের এই সাংবাদিক বৈঠকে রাজ্যের সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি আরো বার্তা দিয়েছেন যে, দীর্ঘদিন ধরেই শবেবরাত ও করম পূজা উপলক্ষে পূর্ণদিবস ছুটির দাবি তোলা হয়েছিল, আর এবারে সেই দাবিতে সবুজ সংকেত দিয়ে রাজ্য সরকারের তরফে এই দুটি উৎসবেই উপলক্ষে পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হলো। রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি আরো জানিয়েছেন যে, দুর্গাপূজা থেকে দোল, ঈদ, মহরম, গুড ফ্রাইডে সমস্ত ধরনের উৎসবেই বাংলার বিভিন্ন সরকারি দপ্তর সহ স্কুল ও কলেজগুলিতে পূর্ণদিবস ছুটি থাকে। এমনকি রঘুনাথ মুর্মু থেকে শুরু করে পঞ্চানন বর্মার জন্মদিনেও পূর্ণদিবস ছুটি থাকে, কাউকেই বঞ্চিত করতে রাজি না রাজ্য সরকার। যার জেরে শবেবরাত এবং করম পূজা উপলক্ষে পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হলো।
ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে অতিরিক্ত ২টি ছুটি সম্পর্কিত তথ্য প্রকাশে আনায় সমগ্র রাজ্যের সরকারি কর্মী থেকে শুরু করে স্কুল ও কলেজে পাঠরত ছাত্র-ছাত্রীরা যথেষ্ট খুশি হয়েছেন। শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর এই বিশেষ ঘোষণার কারণে রাজ্যের রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী বিচক্ষণতার তারিফ করেছেন। রাজ্য সরকারের তরফে গৃহীত এই সিদ্ধান্ত সমগ্র বাংলার মানুষের কাছে সর্ব ধর্ম জাতি সম্প্রদায়ের মিলনের এক বার্তা হয়ে দাঁড়াবে এমনটাই মনে করা হচ্ছে রাজ্য সরকারের প্রশাসনিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বদের তরফে।