দেখতে দেখতে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো এসে গেল। পুজো মানেই জমিয়ে ঘোরা, খাওয়া দাওয়া। তবে তারও আগে কেনাকাটি, নতুন কাপড় জামা থেকে শুরু করে পুজোর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্ধ করার জন্য অনেকেই নতুন ফোনও (New Smart Phone) কিনেই থাকেন। তাছাড়া এই সময় অ্যামাজন থেকে ফ্লিপকার্টের মত শপিং অ্যাপে বেশ ভালো অফারও পাওয়া যায়। তাই আজ আপনাদের জন্য মিড বাজেটে সেরা ৫টি স্মার্ট ফোনের তালিকা নিয়ে হাজির হয়েছি।
যুগের সাথে তাল মিলিয়ে স্মার্টফোন অনেকটাই স্মার্ট হয়ে গিয়েছে। একসময় 2G তাই কাজ চলে যেত, কিন্তু এখন সবারই চাই 5G। কারণ এতে ঝড়ের গতিতে কাজ করে ইন্টারনেট, আজকের এই তালিকায় 5G তো বটেই সাথে সেরা মানের ক্যামেরার ফোনের তালিকা রইল শুধুমাত্র আপনাদের জন্য। চলুন এবার দেখে নেওয়া যাক তালিকাঃ
১. Vivo T2 Pro 5G : সম্প্রতিকালে লঞ্চ হওয়া স্মার্টফোনের মধ্যে Vivo T2 Pro 5G অন্যতম। তবে এই ফোনটি এখনই পাওয়া যাচ্ছে না। আগামী ২৯শে সেপ্টেম্বর ফ্লিপকার্টে সেল রয়েছে সেখান থেকেই পাওয়া যাবে এই ফোনটি। নিচে এই ফোনের ফিচার্স দেওয়া রইল।
- ১২০ হার্ড রিফ্রেশ রেটযুক্ত অ্যামোলেড স্ক্রিন (৬.৬৭ ইঞ্চি)
- ৬৪ মেগা পিক্সেলের প্রাইমারি ওআইএস ক্যামেরা, সাথে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।
- সুপারফাস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর
- ৪,৬০০ এমএএইচ ব্যাটারি, সাথে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং
আরও পড়ুনঃ বাড়ি বসেই প্রতিমাসে ১০০০ টাকা! ৫ বছর আগে বন্ধ হওয়া প্রকল্প আবারও চালু করল সরকার
২. Realme 11 Pro 5G : চোখ ধাঁধানো কার্ভ ডিসপ্লে দেওয়া এই ফোন যেমন দেখতে তেমনি মোটামুটি রেঞ্জের মধ্যেই। তাই পুজোর আগে যদি একদম পাওয়ার প্যাক ফোন কিনতে চান অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এই ফোনের বিশেষত্ব হলঃ
- ১০০ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা সেটআপ
- হেভি ডিউটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর
- ১২ জিবি র্যাম, সাথে ২৫৬ জিবি পর্যন্ত মোবাইলের ইন্টারনাল স্টোরেজ
- ৫০০০ এমএএইচ এর ব্যাটারি সাথে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট
- ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ডলবি অ্যাটমোস এর সাউন্ড
৩. Motorola Edge 40 Neo 5G : মটোরোলার তরফ থেকে এবছর দুর্দান্ত একটি ফাইভজি ফোন লঞ্চ করা হয়েছে। যেখানে সলিড প্রসেসর থেকে দুর্দান্ত ক্যামেরা থাকছে। অর্থাৎ ছবি তোলা হোক বা গেম খেলা সবই একেবারে মাখনের মত চলে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের কিছু ফিচারসঃ
- ৬.৫ ইঞ্চির ফুল এইচ দি প্লাস, pOLED ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ পর্যন্ত যেতে পারে
- ৫০ মেগা পিক্সেল প্রাইমারি ও ৩২ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেটআপ
- ৫০০০ এমএএইচ এর ব্যাটারির সাথে ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট
- ২৫৬ পর্যন্ত ফাস্ট ইন্টারনাল মেমোরি সাথে ১২ জিবি পর্যন্ত র্যাম
৪. Poco X5 Pro 5G : পাওয়ারফুল স্নাপড্রাগন এর প্রসেসর যুক্ত এই ফোন গেমারদের জন্য দারুন চয়েস। কি কি ফিচার্স আছে? চলুন দেখে নিন একঝলকে।
- ৬.৬৭ ইঞ্চির দুর্দান্ত অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্জ পর্যন্ত
- ৫০০০ এমএএইচ পাওয়ারফুল ব্যাটারি সাথে ৬৭ ওয়াটের লাইটনিং ফাস্ট চার্জিং
- ১৩ জিবি পর্যন্ত র্যাম, সাথে ২৫৬ জিবি এর সুপারফাস্ট মেমোরি
- এখানেই শেষ নয় থাকছে ১০৮ মেগা পিক্সেলের ত্রিপল মেন ক্যামেরা সেটআপ
৫. iQOO Z7 Pro 5G : মিডিয়াম বাজেটে পাওয়ার প্যাক ফোন, যাকে বাংলায় বলে পুরো পয়সা উসুল। এমনই একটি ফোন হল এটি। ভালো ক্যামেরা, পাওয়ার ফুল প্রসেসর থেকে দুর্দান্ত ব্যাটারি সবই মিলবে এই ফোনে।
- ৮ জিবি র্যাম সাথে ২৫৬ জিবি হাইস্পিড স্টোরেজ
- পাওয়ারফুল মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর
- ৬.৭৮ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে সাথে ১২০ হার্জ রিফ্রেসিং রেট
- ৬৪ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ
এই ছিল বর্তমানের সেরা ৫টি ফোনের তালিকা। আশা করি এই ফোনের তালিকা আপনার ফোন কেনার জন্য সাহায্য করবে।