আধার কার্ড (Aadhaar Card) নিয়ে বিরাট আপডেট। অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে UIDAI কর্তৃপক্ষ এক বিশেষ কাজে আধার কার্ড ব্যবহার নিষিদ্ধ করে দিল। আপনি যদি বার্থ সার্টিফিকেট হিসাবে আধার কার্ড (Aadhaar Card) ব্যবহার করেন তবে এবার হয়ে যান সাবধান। এখন থেকে আপনি বার্থ সার্টিফিকেট হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। নিয়ম পরিবর্তন করেছে UIDAI। হ্যাঁ, এখন থেকে আধার কার্ডে (Aadhaar Card) লেখা জন্ম তারিখ কোনও জায়গায় নথি হিসাবে বৈধ হবে না।
দেশবাসীকে নথির ঝামেলা থেকে রেহাই দেয় Aadhaar Card :
আধার কার্ডে (Aadhaar Card) জন্ম তারিখ বা ডেট অফ বার্থ উল্লেখ করা থাকে। আর সকলেই জানেন আধার কার্ড চালু হওয়ার পর এটাই ভারতীয় নাগরিকদের প্রধান পরিচয় পত্র হয়ে উঠেছে। জন্ম তারিখ, ঠিকানা, লিঙ্গ পরিচয়, বয়স, বায়োমেট্রিক ডেটার প্রমাণপত্র হিসেবে সর্বত্র আধার কার্ডই গৃহীত হয়ে এসেছে। এতে সুবিধাই হয়েছিল দেশবাসীর। একই কাজের জন্য অনেক নথি জমা করার ঝামেলা থেকে রেহাই মিলেছিল।
জন্ম তারিখ সমন্বিত Aadhaar Card-ই বিভ্রান্তির কারণ :
স্বাভাবিকভাবেই স্কুল-কলেজে ভর্তির ক্ষেত্রে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের জায়গাটা দ্রুত দখল করে নিয়েছিল আধার কার্ড। এমনকি পেনশনের ক্ষেত্রেও জন্ম পরিচয়ের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল আধার কার্ড। অথচ দেখা গিয়েছে আধার কার্ড আপডেটের সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই পরবর্তীতে জন্ম তারিখ বদলে ফেলছেন সুবিধামতো। পরিবর্তিত জন্ম তারিখ সমন্বিত আধার কার্ড ডাউনলোড করে বহু ক্ষেত্রে পেনশন কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন : বিনিয়োগ করুন মিউচুয়াল ফান্ডে, আর পেয়ে যান ৩ গুণ টাকা রিটার্ন! জেনে নিন খুঁটিনাটি
Aadhaar Card-র আপডেট নিয়ে জালিয়াতি :
এই নিয়ে সতর্কবার্তা জারি করেছিল UIDAI কর্তৃপক্ষ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এর ফলে পেনশন দেওয়া নিয়ে সমস্যা দেখা দেয়। অনেক জায়গায় পড়ুয়াদের জন্ম তারিখ নির্ধারণের ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছিল। এতে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, দেশের নাগরিকদের একাংশ আধার কার্ড আপডেটের সুযোগকে কাজে লাগিয়ে জন্ম তারিখ নিয়ে কার্যত জালিয়াতি শুরু করেছেন।
Aadhaar Card-র সঙ্গে লাগবে বার্থ সার্টিফিকেট :
এরপরই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে UIDAI কর্তৃপক্ষ। আর তারপরই তাঁরা জানিয়েছেন, যে সকল জায়গায় ডেট অফ বার্থ বা জন্ম তারিখের প্রয়োজন হবে সেখানে আধার কার্ডের সঙ্গে অবশ্যই জন্মসংসাপত্র বা বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। আর তা না করলে বিষয়টি বৈধ বলে ধরা হবে না।
কেন এই নতুন নিয়ম ?
বারবার আধারকার্ডে (Aadhaar Card) জন্ম তারিখ ও নাম পরিবর্তন করে পেনশন স্কিম, অ্যাডামিশন, স্পোর্টস কম্পিটিশনসহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছে মানুষ। যদিও ইউআইডিএআই-এর তরফে একাধিকবার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল।কিন্তু তা কাজে আসেনি। তাই এমন সিদ্ধান্ত। উল্লেখ্য, ২০০৯ সালে আধার প্রকল্পের কাজ শুরু হয়। পরে, আধার কার্ডটি (Aadhaar Card) একটি অনন্য পরিচয়পত্র হিসাবে বিবেচনা করে সমস্ত সুবিধার সাথে সংযুক্ত করা হয়েছিল। যাঁদের আধার কার্ড নেই, তাঁরা সরকারি নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়।
নিয়ম পরিবর্তনের পর আধারকার্ডে (Aadhaar Card) নথিভুক্ত জন্ম তারিখকে স্বীকৃতি না দেওয়ায় বড় প্রশ্ন উঠেছে। পেনশন সহ সরকারি নানা প্রকল্পে আধার কার্ডের ভিত্তিতে সুবিধাভোগীরা নানা সুবিধা পেয়ে থাকেন। অনেকে আছেন হয়ত তাদের জন্ম সার্টিফিকেট নেই। সেক্ষেত্রে তাঁরা বিরাট সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। আরও তথ্যের জন্য ক্লিক করুন https://uidai.gov.in/ লিঙ্কে।