সাধারণ নাগরিকদের অতিরিক্ত সুবিধা প্রদানের জন্য সমগ্র দেশের বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। আর এবারে রাজ্য সরকারের তরফে রেশন সংক্রান্ত তেমনই এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলো, যার মাধ্যমে আগামী দিনে সাধারণ রেশন গ্রাহকরা রেশনের পাশাপাশি অতিরিক্ত টাকা পেতে চলেছেন। জানা গিয়েছে যে, খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফে গৃহীত এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হবে এবং রাজ্যের সাধারণ নাগরিকদের অ্যাকাউন্টে নগদ টাকা ট্রান্সফার করা হবে। আজ্ঞে হ্যাঁ, রাজ্যের দরিদ্র রেশন গ্রাহকদের জন্য এমনই এক বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে কর্ণাটকের রাজ্য সরকারের তরফে।
কর্ণাটক সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, রাজ্য সরকারের তরফে কার্যকরী অন্ন ভাগ্য যোজনার মাধ্যমে রাজ্যের সাধারণ জনগণের অ্যাকাউন্টে ১৭০ টাকা করে ট্রান্সফার করা হবে। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, নির্বাচনের পূর্বে প্রচার চলাকালীন কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তিত্বরা সমগ্র রাজ্যের সাধারণ জনগণের উদ্দেশ্যে জানিয়েছিলেন যে, নির্বাচনের পর কংগ্রেস ক্ষমতায় এলে সমগ্র কর্ণাটক জুড়ে অন্ন ভাগ্য যোজনা কার্যকর করা হবে। এর পাশাপাশি কংগ্রেসের তরফে দেওয়া প্রতিশ্রুতিতে আরো বলা হয়েছিল যে, অন্ন ভাগ্য যোজনার অন্তর্ভুক্ত প্রত্যেক রেশন কার্ডধারী ব্যক্তিকে প্রতিমাসে ১০ কেজি করে চাল দেওয়া হবে।
আর নির্বাচন শেষে নিজেদের কথা রাখতে উদ্যোগী হয়েছেন কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তিত্বরা। নির্বাচনের পূর্বে দরিদ্র সীমার নিচে বসবাসকারী সাধারণ জনগণকে ১০ কেজি করে চাল দেওয়ার যে কথা দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে ৫ কেজি চাল কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয়ে থাকে। আর বর্তমানে বাকি ৫ কেজি চাল কেনার জন্য সাধারণ জনগণের অ্যাকাউন্টে ১৭০ টাকা করে ট্রান্সফার করা হবে রাজ্য সরকারের তরফে। রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, DBT বা ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে প্রতিটি পরিবারের প্রধান সদস্যের অ্যাকাউন্টে অতিরিক্ত ৫ কেজি চাল কেনার জন্য প্রয়োজনীয় টাকা পাঠানো হবে। সুতরাং বিপিএল তালিকাভুক্ত যে সমস্ত ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টটি বর্তমানে সক্রিয় রয়েছে তারাই কর্ণাটক সরকারের অন্ন ভাগ্য যোজনার অধীনে অতিরিক্ত ৫ কেজি চাল কেনার টাকা পাবেন।
আরও পড়ুন:- আবেদন করুন বাংলা শস্য বীমা যোজনায় এবং ক্ষতিগ্রস্ত ফসলের বীমার টাকা পেয়ে যান।
এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, বর্তমানে কর্ণাটকে বসবাসকারী ২২ লক্ষ বিপিএল পরিবার অন্ন ভাগ্য যোজনার সুবিধা পেয়ে থাকেন। তবে এই সমস্ত পরিবারের মধ্যে থেকে যেসকল পরিবারগুলির প্রধানের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত নেই তারা কোনোভাবেই এই অতিরিক্ত ৫ কেজি চাল কেনার টাকা পাবেন না। যদিও অন্ন ভাগ্য যোজনার অধীনে চাল কেনার জন্য অতিরিক্ত টাকা পেতে চলেছেন এইরূপ রেশন গ্রাহকের সংখ্যাও নেহাত কম নয়। কর্ণাটকের রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, সমগ্র কর্ণাটক জুড়ে বসবাসকারী ১.২৮ কোটি মানুষ অন্তত অন্ন ভাগ্য যোজনার অধীনে রয়েছেন। আর এর মধ্য থেকে ১.০৬ কোটি রেশন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টটি বর্তমানে সক্রিয় রয়েছে। সুতরাং কর্ণাটক সরকারের তরফে এই সমস্ত পরিবারগুলির প্রধানের অ্যাকাউন্টে খুব শীঘ্রই অতিরিক্ত ৫ কেজি চাল কেনার টাকা ট্রান্সফার করা হবে।
ইতিমধ্যেই কর্ণাটকের রাজ্য সরকারের তরফে কার্যকরী অন্ন ভাগ্য যোজনা নিয়ে সমগ্র কর্ণাটক তথা ভারতের সাধারণ মানুষের মধ্যে বিশেষ আলাপ আলোচনার সূত্রপাত ঘটেছে। কর্ণাটকের বিপিএল তালিকাভুক্ত দরিদ্র মানুষের জন্য কার্যকরী এই বিশেষ প্রকল্পটি কর্ণাটকের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সমগ্র দেশের রাজনৈতিক মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। সুতরাং আপনিও যদি কর্ণাটকে বসবাসকারী বিপিএল তালিকাভুক্ত নাগরিক হয়ে থাকেন তবে আপনিও খুব শীঘ্রই রাজ্য সরকারের অন্ন ভাগ্য যোজনার অধীনে অতিরিক্ত ৫ কেজি চাল কেনার টাকা পেতে চলেছেন।