ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) বা SBI ব্যাঙ্ক। প্রায় প্রতিটা ব্রাঞ্চেই লক্ষাধিক মানুষ সেভিং, কারেন্ট থেকে নানাভাবে টাকা সঞ্চয় করেন। কোটি কোটি গ্রাহকদের সুরক্ষা বজায় রাখতে ও সুবিধার্থে মাঝে মধ্যেই কিছু পদক্ষেপ নিয়ে থাকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যেটা না করলেই সমস্যা দেখা যায়। সম্প্রতি এমনই একটি বিশেষ মেসেজ পৌঁছেছে বেশ কিছু গ্রাহকদের মোবাইল ফোনে।
SBI তে অ্যাকাউন্টার পাশাপাশি লকারের (Locker) সুবিধাও প্রদান করা হয়ে থাকে। আর এবারের আপডেট সেই নিয়েই। তাই আপনার যদি SBI তে কোনো লোকের থাকে তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। তবে না থাকলেও ব্যাঙ্কের খুঁটিনাটি জেনে রাখা ভালো।
লকার ভাড়া নেওয়ার সময় ব্যাঙ্কের সাথে একটি চুক্তিপত্র তৈরী হয়। সেখানে নির্ধারিত ভাড়া ও মেয়াদ সম্পর্কিত সমস্ত তথ্য উল্লিখিত থাকে। এই চুক্তি প্রতিবছর রিনিউ করতে হয়, RBI এর নিয়ম অনুযায়ী। ইতিমধ্যেই সমস্ত ব্যাঙ্ক এই লকারের চুক্তি পুনর্নবীকরণের কাজ শুরু করেছে। সেই কারণেই SBI এর তরফ থেকে গ্রাহকদের মেসেজ পাঠানো হচ্ছে।
আরও পড়ুনঃ মাত্র ৫০০০০ দিয়ে মিলবে ৩৫০০০০, ট্যাক্সেও ছাড়! এই LIC Policy নিলেই মালামাল হবেন গ্যারেন্টি
আসলে ২০২৩ সালের জানুয়ারি মাসে RBI একটি বিজ্ঞপ্তি জারি করে যেখানে জানানো হয়, ব্যাংকগুলিকে চুক্তি রিনিউ কয়েক ধাপের মাধ্যমে সম্পন্ন করতে হবে। যার মধ্যে ৩০শে জুনের মধ্যে ৫০% কাজ ও আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে ৭৫% কাজ শেষ করতেই হবে। আর এই ৭৫% এর শেষ তারিখ এমাসের শেষে। আর এবছর অর্থাৎ ৩১শে ডিসেম্বরের মধ্যে ১০০% কাজ শেষ করতে হবে।
RBI এর নতুন নিয়ম অনুযায়ী, দেশের সমস্ত ব্যাঙ্ক এর জন্য নতুন লকার সংক্রান্ত নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। তাই প্রতিটি ব্যাঙ্ক নিজেদের গ্রাহকদের সাথে এই নতুন চুক্তিতে স্বাক্ষরের কাজ দ্রুত শেষ করতে চাইছে।
এই চুক্তিতে সাক্ষর হয়ে গেলে সেটা গ্রাহকদের সাথে ব্যাঙ্কের স্বসিকতা ও সুরক্ষা আরও বাড়িয়ে তুলবে বলেই মত RBI এর।