শরতের আকাশে এখন বদলের ছোঁয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে—দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশ থেকেও। বর্ষার পর্দা নামতেই প্রকৃতি যেন নতুন এক অধ্যায়ের পাতা উলটে দিচ্ছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ায় কিরকম পরিবর্তন আসতে চলেছে।
দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রায় এখন থেকেই শুষ্ক ভাব স্পষ্ট। কলকাতা ও তার আশপাশের তাপমাত্রা এখন মোটামুটি ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, তবে রাত হলেই হালকা ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে। অবশ্য উপকূলের দিকে এখনও কিছুটা ভেজা ভাব বজায় আছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এমনকি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দফতর। আবহাওয়াবিদদের আশ্বাস—বৃহৎ কোনও দুর্যোগের আশঙ্কা আপাতত নেই।
উত্তরবঙ্গেরও প্রকৃতি ছন্দ বদলাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে স্থানীয় মেঘের ফলে দুপুর বা সন্ধ্যায় টিপটিপ বৃষ্টি দেখা দিতে পারে। তবে সেই বৃষ্টিই যেন পারদের সূচক আরও নিচে নামাচ্ছে। পাহাড়ি হাওয়ায় এখন স্পষ্ট শীতের কাঁপুনি, যা অনেক আগে থেকেই ঠান্ডার বার্তা দিচ্ছে। অন্যদিকে মালদা, কোচবিহার ও আলিপুরদুয়ারে শুকনো আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
আগামীকালও দক্ষিণবঙ্গের চার জেলা এবং উত্তরবঙ্গের পাহাড়ি তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। আকাশ মেঘলা থাকলেও শীতের উপস্থিতি আরও ঘন হবে বলেই ইঙ্গিত দিচ্ছে আলিপুর।
তবে এখন সবার মনে একটাই প্রশ্ন—এই বছর কি বর্ষার মতোই শীতও আগে কড়া নাড়বে এবং কিছুটা বেশি দিন টিঁকে থাকবে? আর বর্ষার মতোই কি বিধ্বংসী হয়ে উঠবে শীতও তার উত্তর লুকিয়ে রয়েছে আগামী কয়েক দিনের আকাশে।