বলিউডের কিং খান শাহরুখ খানের পরিবারের দিকে ফের আইনি তীর ছুড়েছিলেন প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। তাঁর অভিযোগ, আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ একটি চরিত্র মাধ্যমে তাঁকে বিদ্রূপ ও কটাক্ষ করা হয়েছে। সেই কারণে শাহরুখ, গৌরী ও আরিয়ানের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত দিল্লি হাই কোর্টে টেকেনি সমীরের এই আবেদন।
কী ছিল অভিযোগ
২০২১ সালে মাদক মামলা ঘিরে শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছিল। সেই আলোচিত স্মৃতিকে ঘিরে পর্দায় নানা সংলাপ বসানো হয়— যা দর্শকের নজর কাড়ে। বিশেষ করে সিরিজের সেই দৃশ্যটি ঘিরেই বিতর্ক, যেখানে এক এনসিবি আধিকারিককে পুলিশি ভ্যান থেকে নেমে বলতে শোনা যায়, “মাদক এই দেশটাকে ধ্বংস করে দিল।” চরিত্রটির চেহারা ও ভঙ্গিমা অনেকের কাছে ওয়াংখেড়ের সঙ্গে মিলে গেছে, এমনকি সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে ওই অংশ। সমীরের দাবি ছিল, তাঁর ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে চরিত্রটি তৈরি করা হয়েছে।
আদালতের অবস্থান
তবে হাই কোর্ট জানিয়ে দিয়েছে, সিরিজে কোথাও সমীর ওয়াংখেড়ের নাম উল্লেখ করা হয়নি। কেবল এক এনসিবি আধিকারিককে কেন্দ্র করে কাহিনি তৈরি হয়েছে। শুধু মিলের ভিত্তিতে কোনও ব্যক্তির ভাবমূর্তি নষ্ট হওয়ার অভিযোগ আইনত প্রমাণ করা সম্ভব নয়। উপরন্তু, এই ঘটনা বা সিরিজের প্রেক্ষাপট দিল্লিকে ঘিরে নয় বলেই আদালত দিল্লিতে মামলার যৌক্তিকতা খুঁজে পায়নি। ফলে সমীরের আবেদন খারিজ হয়ে যায়।
অন্য অভিযোগ নিয়েও আদালতের মন্তব্য
ওয়াংখেড়ে আরও অভিযোগ করেছিলেন যে, সিরিজে এক চরিত্র ‘সত্যমেব জয়তে’ বলার পর আপত্তিকর ভঙ্গি দেখিয়েছে, যা জাতীয় প্রতীকের প্রতি অপমান। তাঁর বক্তব্য, ১৯৭১ সালের ‘জাতীয় সম্মানের প্রতি অবমাননা প্রতিরোধ আইন’ এখানে লঙ্ঘিত হয়েছে। কিন্তু আদালত এই যুক্তিকেও মান্যতা দেয়নি।
ফলে দিল্লি হাই কোর্টের রায়ে স্বস্তির হাওয়া শাহরুখ-আারিয়ানদের ঘরে। সমীর ওয়াংখেড়ে ভবিষ্যতে এ নিয়ে অন্য কোনও আদালতের দ্বারস্থ হবেন কি না, তা নিয়েই এখন বলিউড মহলে চলছে আলোচনা।