সম্প্রতি মহাজাগতিক বিশ্বে ঘটতে চলেছে এক অভূতপূর্ব ঘটনা। এই বছরের সেপ্টেম্বরের (September) ৭ ও ৮ তারিখ গভীর রাতে আকাশে পূর্ণিমার চাঁদ হঠাৎই বদলে যাবে। মাত্র কিছু সময়ের মধ্যেই সাদা-রূপালি এই চাঁদ রূপ নেবে দগদগে লাল রঙে। যাকে বিজ্ঞানীরা বলেন “ব্লাড মুন” আর সাধারণ মানুষ বলেন রক্তলাল চাঁদ। প্রায় আটাশ কোটির মানুষ নাকি এই অসাধারণ মুহূর্ত নিজেদের চোখে দেখতে পারবেন।
আসলে কী ঘটবে?
চন্দ্রগ্রহণ তখনই সম্ভব যখন পৃথিবী ঠিক সূর্য ও চাঁদের মাঝে চলে আসে। পৃথিবীর ছায়া যখন চাঁদকে সম্পূর্ণ ঢেকে দেয়, তখনই আমরা দেখি ব্লাড মুন। তবে, চাঁদ পুরো অন্ধকার হয়ে যায় না। কারণ, পৃথিবীর চারদিক ঘুরে সূর্যের আলো বায়ুমণ্ডলের ফিল্টার পেরিয়ে চাঁদে পৌঁছে যায়। নীল আলো ছড়িয়ে যায়, লাল অংশটাই চাঁদের গায়ে এসে পড়ে। তাই চাঁদ দেখতে লাগে একেবারে আগুনে গোলার মতো।
নাসার মতে
নাসা জানিয়েছে, প্রতিবারের ব্লাড মুনের রঙ একরকম হয় না। কিছু সময় চাঁদ হয় ইটের মতো লাল, কখনও আবার বাদামি বা কমলা আভা নেয়। এর পেছনে কাজ করে আবহাওয়া আর বায়ুর মান। ধরুন, বাতাসে যদি থাকে প্রচুর ধুলো বা কোনও আগ্নেয়গিরির ছাই, তাহলে চাঁদের রক্তিম ছটা আরও গাঢ় হয়ে যায়।
এবারের গ্রহণ পুরো ৫ ঘণ্টা টানা চলবে। তবে আসল জাদু দেখা যাবে সেই সময়টুকুতে, যেটিকে বলে পূর্ণ গ্রহণ। ওই সময়ে প্রায় ৮২ মিনিট ধরে চাঁদ একেবারে গভীর লাল হয়ে থাকবে।
দর্শকদের জন্য সুখবর
এই গ্রহণ ভারতসহ এশিয়ার বহু জায়গা থেকে স্পষ্ট দেখা যাবে। বিশেষ কোনো যন্ত্রের প্রয়োজন নেই, খালি চোখেই দেখা যাবে এই খাস মুহূর্ত। অবশ্যই আকাশ পরিষ্কার থাকতে হবে, তাহলেই মিলে যাবে বিরল সুযোগ।
এ বছর এটিই হচ্ছে শেষ চন্দ্রগ্রহণ। তাই ক্যালেন্ডারে দাগ কেটে রাখুন—৭ ও ৮ সেপ্টেম্বর । তবে এই দৃশ্য মিস করলে আফসোস করতেই হবে। কারণ বছরের শেষ চন্দ্রগ্রহণ আপনার জন্য হয়ে উঠতে পারে আজীবন মনে রাখার মতো এক রোমাঞ্চকর রাত।