বর্তমানে পড়াশোনায় ভালো হলেই সে নিজের পছন্দ মতো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেনা টাকার অভাবে। আজকের এই প্রতিবেদনে রইলো এমন কিছু সরকারি বা বেসরকারি স্কলারশিপের (Scholarship) কথা যা, ভালো নম্বর হোক বা খারাপ নম্বর যেমনি স্টুডেন্ট হোক না কেন সবাই লেখাপড়া করে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত ভাবে গড়তে পারবে। আজ এমনই একটি স্কলারশিপ সিমেন্স স্কলারশিপ (Siemens Scholarship) এর সম্পর্কে আপনাদের জানাবো।
সিমেন্স স্কলারশিপ ২০২৩-২৪
সিমেন্স কোম্পানির (Siemens Company) নাম কে না জানে! প্রধানত শিল্প ক্ষেত্রে অটোমেশনের ওপর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই কোম্পানির। এই সিমেন্স কোম্পানির পক্ষ থেকে প্রতিবছর দেশের সাতাশটি রাজ্যের প্রায় হাজারেরও অধিক ছাত্রছাত্রীকে এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে।
কিন্তু এই স্কলারশিপ পাবেন কিভাবে? শেষ তারিখই বা কবে, রইলো এই প্রতিবেদনে। প্রথমত সরকারি কলেজে পাঠরত ভারতীয় স্নাতকের প্রথম বর্ষের শিক্ষার্থীরাই কেবল এই স্কলারশিপ এর জন্য যোগ্য। আবেদনকারীর বয়স ২০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে উচ্চমাধ্যমিকে Physics, Chemistry ও Mathematics নিয়ে ৬০ শতাংশ নম্বর সহ পাস করতে হবে। পড়ুয়ার পরিবারের বাৎসরিক ইনকাম দুই লক্ষ টাকার কম হতে হবে।
এই বৃত্তি পেতে হলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (Indian Institute of Technology) ছাড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের Mechanical, Electrical, Electronics, Production, Instrumentation, Information Technology, Computer Science, Electronics & Telecommunication Engineering এর প্রথম বর্ষের পড়ুয়ারাই কেবল এই স্কলারশিপ এর জন্য আবেদন জানাতে পারবেন। এই স্কলারশিপ এর ৫০ শতাংশ বৃত্তি ছাত্রীদের জন্য বরাদ্দ।
যদি কোনো পড়ুয়া এই বৃত্তির জন্য নির্বাচিত হয়, তাহলে তার পড়াশোনা থেকে শুরু করে হোস্টেল খরচ সহ সব সিমেন্স কোম্পানি বহন করবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।
সিমেন্স স্কলারশিপে আবেদনের পদ্ধতিঃ (Siemens Scholarship Application)
- এই স্কলারশিপ এ আবেদন করতে চাইলে শিক্ষার্থীদের প্রথমে https://www.siemens.com/in/en/company/sustainability/corporate-citizenship/siemens-scholarship-program.html এই পোর্টালে যেতে হবে।
- তারপর সেখানে মোবাইল নম্বর ও জিমেইল দিয়ে রেজিষ্ট্রেশন করে নিতে হবে।
- এরপর রেজিষ্ট্রেশনের সময় দেওয়া লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে login করে নিতে হবে।
- লগইন করার পর পর Apply Now এ ক্লিক করুন।
- এবার যে আবেদনপত্রটি এল সেখানে দরকারি নথির সাহায্যে সঠিক তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করুন।
- ফর্ম ফিলআপের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট সাইজে স্ক্যান করে আপলোড করতে ভুলবেন না।
- শেষে সমস্ত তথ্য পুনরায় সঠিক কি না মিলিয়ে নিয়ে অনলাইন দরখাস্ত সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
সিমেন্স স্কলারশিপে আবেদনের সময়ঃ
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপের আবেদন পক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যেটা ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তাই আপনিও যদি আবেদন করতে চান তাহলে এই সময়ের মধ্যেই রেজিস্টার করে আবেদন করে ফেলুন।