পশ্চিমবঙ্গের মানুষের বিরাট সুবিধা করে দিয়েছে বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sahayata Kendra)। BSK রাজ্য সরকারের অনলাইন পরিষেবার একটি মাধ্যম। বিভিন্ন সরকারি পরিষেবা, পরীক্ষা ইত্যাদির অনলাইন ফর্ম ফিলাপ এবং অনলাইনে বিল জমা দেওয়ার কাজ এর মাধ্যমে হয়ে থাকে। প্রতিটি ব্লকে বাংলা সহায়তা কেন্দ্র আছে। বর্তমানে গোটা রাজ্যে ৩,৫৬১ টি BSK আছে। এবার এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি আধার পরিষেবা কেন্দ্র হিসেবেও কাজ করবে বলে জানিয়েছে মমতার সরকার।
Bangla Sahayata Kendra থেকে কী কী পরিষেবা পাওয়া যাবে ?
মোট ২৮২ টি নানান রকমের সরকারি পরিষেবা অনলাইনে পাওয়া যাবে Bangla Sahayata Kendra থেকে। এরমধ্যে সরকারি পরিবহণ নিগমের বাসের টিকিটও পাওয়া যাবে। SBSTC ও NBSTC-এর দূরপাল্লার বাসের টিকিট এবার থেকে বিক্রি হবে বাংলার সহায়তা কেন্দ্রগুলি থেকে। এছাড়া এখানে বিদ্যুতের বিল জমা দেওয়ার প্রবণতাও ক্রমশ বাড়ছে। কারণ বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে বিদ্যুতের বিল জমা দিলে বিলের মোট মূল্যের উপর ১ শতাংশ ছাড় পাওয়া যায়।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে গ্যাস মিলবে ৪৫০ টাকায়! এই প্রকল্পের আওতায় হয়ে গেল বিরাট ঘোষণা
থাকছে জমি-বাড়ির দলিল নিয়ে একাধিক সুবিধা :
এদিকে বাড়ি ও জমির দলিল নিয়ে এক দুর্দান্ত পরিষেবাও এবার চালু হতে চলেছে বাংলা সহায়তা কেন্দ্রে (Bangla Sahayata Kendra)। আপনার দলিল হারিয়ে গেলে বাংলা সহায়তা কেন্দ্রে এসে তা সহজেই খুঁজে পেতে পারেন। তাছাড়া অনেক সময় টাকা দিয়ে নাম নথিভুক্ত করার পরও সময়ে হাতে দলিল এসে পৌঁছয় না। সেই সমস্যাও এবার বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে মিটতে চলেছে।
পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্রে সদ্য চালু হয়েছে স্টাম্প ডিউটি প্রদানের ব্যবস্থা। এটি আপাতত ট্রায়ালে থাকলেও খুব দ্রুত পাকাপাকিভাবে এই বাংলা সহায়তা কেন্দ্রগুলির মাধ্যমে স্ট্যাম্প ডিউটি দেওয়া, খাজনা, কর ইত্যাদি জমা দেওয়া যাবে।
সেই সঙ্গে বিভিন্ন দরকারি পরিচয় পত্র তৈরি, বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিলাপ, সবকিছুই অনলাইনে এই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে হয়। যারা প্রযুক্তিগতভাবে অতটা দক্ষ নয় তাঁদের কাছে অনলাইন পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্যই পশ্চিমবঙ্গ সরকার এই বাংলা সহায়তা কেন্দ্র শুরু করেছে। বিস্তারিত জেনে নিন https://bsk.wb.gov.in/ থেকে।