সব মিলিয়ে আসন্ন সেপ্টেম্বর থেকে SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য আসছে এক বড় পরিবর্তন। তবে এই পরিবর্তনটা একেবারে চোখে পড়ার মতো। আগে যেখানে প্রায় সব ধরনের খরচে রিওয়ার্ডের সুবিধা পাওয়া যেত, এখন তা বহু ক্ষেত্রেই বন্ধ হতে চলেছে। অর্থাৎ, খরচ একই থাকলেও পাওনা সুবিধা কমে যাবে। তাই SBI কার্ড ব্যবহারকারীদের এখন থেকেই খরচের ধরন পরিকল্পনা করে নিতে হবে।
কোন কোন কার্ডের ক্ষেত্রে নিয়ম বদলাচ্ছে?
SBI স্পষ্ট জানিয়েছে যে আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বিশেষ শর্ত প্রযোজ্য হবে। সেই শর্তগুলি হল এবার থেকে নির্দিষ্ট কিছু কার্ডে খরচের উপর রিওয়ার্ড পয়েন্ট বন্ধ হয়ে যাবে। উদাহরণস্বরূপ, অনলাইন গেমিং অ্যাপ বা প্ল্যাটফর্মে খরচ করলে পয়েন্ট পাওয়া যাবে না। পাশাপাশি, সরকারি পরিষেবা বাবদ বা কিছু নির্দিষ্ট মার্চেন্ট ক্যাটাগরিতে লেনদেন করলেও আর কোনও রিওয়ার্ড যুক্ত হবে না। সেই নির্দিষ্ট ক্রেডিট কার্ডগুলি হল লাইফস্টাইল হোম সেন্টার SBI কার্ড, লাইফস্টাইল হোম সেন্টার সিলেক্ট এবং লাইফস্টাইল হোম সেন্টার প্রাইম কার্ড ।
CPP প্ল্যানেও আসছে পরিবর্তন
কেবল রিওয়ার্ডেই নয়, কার্ড প্রোটেকশন প্ল্যান (CPP) পরিষেবাতেও পরিবর্তন আনা হচ্ছে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের তাঁদের রিনিউয়াল ডেট অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড প্ল্যানে সরিয়ে দেওয়া হবে। এই পরিবর্তনের আগে প্রত্যেক গ্রাহককে ইমেল বা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ফলে, ব্যবহারকারীদের হাতে কোনও আলাদা বিকল্প থাকছে না।
এর আগেও নিয়ম বদলেছে
প্রসঙ্গত, এর আগেও SBI ক্রেডিট কার্ড পরিষেবায় কিছু বড় পরিবর্তন আনা হয়েছিল। জুলাই ও অগাস্ট মাসে এলিট এবং প্রাইম গ্রাহকদের দেওয়া ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকার বিনামূল্যে বিমান দুর্ঘটনা কভার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। গ্রাহকরা যেটাকে অতিরিক্ত সুরক্ষা ভেবে নির্ভর করতেন, সেটি আর চালু নেই। এইরূপ ক্রমাগত পরিবর্তনে গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
সারসংক্ষেপ
সবমিলিয়ে, সেপ্টেম্বর থেকে SBI ক্রেডিট কার্ড ব্যবহারে বাড়তি সুবিধা অনেকটাই কমে আসতে চলেছে। লেনদেনের অঙ্ক যদিও অপরিবর্তিত থাকবে, কিন্তু তার বিনিময়ে রিওয়ার্ড বা অতিরিক্ত কভারেজ ততটা মিলবে না। ফলে গ্রাহকদের এখন থেকে আরও সচেতনভাবে কার্ড ব্যবহার করতে হবে।