দীর্ঘ সময় ধরে টেলিভিশনের পর্দায় তাঁকে দেখা যায়নি। অথচ একসময় ‘রানি রাসমণি’ ধারাবাহিকে রামকৃষ্ণদেবের ভূমিকায় অভিনয় করে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন তিনি। এখনও বহু দর্শক তাঁকে সেই রূপেই মনে রাখেন। তাই স্বাভাবিকভাবেই টলিপাড়ায় নতুন করে গুঞ্জন শুরু হয়েছে—আবারও কি সেই চেনা রূপেই ধরা দেবেন অভিনেতা সৌরভ সাহা?
ইন্ডাস্ট্রির অন্দরের থেকে শোনা যাচ্ছে, ছোটপর্দার বদলে এবার বড় মঞ্চে ফিরতে চলেছেন তিনি। আলোচনা চলছে, নাকি হইচই-এর নতুন ওয়েব সিরিজ়ে দেখা যেতে পারে তাঁকে। সিরিজ়ের নাম ‘রামকৃষ্ণ’। পরিচালনায় রয়েছেন সৃজিৎ রায়। খবর আরও বলছে, কালীপুজো পার হলেই শুটিং শুরু হতে পারে। তবে এই নিয়ে মুখ খুলতে নারাজ সৌরভ নিজে। এক সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করেননি। সম্ভবত, নির্মাতাদের তরফে এখনই কিছু বলার অনুমতি নেই বলেই নীরবতা বজায় রেখেছেন অভিনেতা।
ব্যক্তিগত জীবন নিয়েও নানা কথা ভেসে আসছে। শোনা যাচ্ছে, বেশ কিছু বছর ধরে তিনি গভীর এক সংকটে ছিলেন। সেই কারণেই দীর্ঘ বিরতি। কিন্তু এখন অবস্থার বদল ঘটেছে। নতুন উদ্যমে ফের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এর আগে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, বারবার একই চরিত্রে অভিনয় করতে তাঁর একঘেয়েমি লাগে না কি? তখন সৌরভ জানিয়েছিলেন, তিনি শুধু ঐতিহাসিক বা আধ্যাত্মিক চরিত্রেই আটকে নেই। বিভিন্ন চরিত্রে কাজ করেছেন, রিয়্যালিটি শোতেও অংশ নিয়েছেন। তবে রামকৃষ্ণের মতো চরিত্রে বারবার অভিনয় করার সুযোগকে তিনি সৌভাগ্য হিসেবেই দেখেন।
তাহলে কি সত্যিই আবারও ‘রামকৃষ্ণ’ হয়ে দর্শকের সামনে হাজির হবেন সৌরভ সাহা? উত্তর খুঁজতে অপেক্ষা করতেই হবে। সময়ই বলে দেবে, গুঞ্জন কতটা সত্যি।