বাংলা টেলিভিশনের পর্দায় এবার বড় চমক। জনপ্রিয় অভিনেত্রী রণিতা দাস (Ronita Das) দীর্ঘ বিরতির পর আবারও ফিরতে চলেছেন ধারাবাহিকে। এক যুগ আগে ‘বাহামণি’-র অসাধারণ অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন তিনি। তারপর সিনেমা এবং অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকার ফলে ছোটপর্দা থেকে ধীরে ধীরে দূরে সরে গিয়েছিলেন। ১২ বছর পর অবশেষে তাঁর প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে উৎসাহ আর কৌতূহল।
নতুন ধারাবাহিক স্টার জলসায়
সূত্রের খবর অনুযায়ী, স্টার জলসার জন্য সুরিন্দর ফিল্মস একটি নতুন মেগা সিরিয়ালের প্রস্তুতি নিচ্ছে। সেই ধারাবাহিকেই মুখ্য ভূমিকায় দেখা যাবে রণিতাকে। যদিও প্রযোজনা সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু জানা গেছে, অভিনেত্রী লুক টেস্ট পর্যন্ত সম্পন্ন করে ফেলেছেন। খুব তাড়াতাড়ি প্রথম প্রোমো প্রকাশ্যে আসবে বলেই মনে করা হচ্ছে।
প্রথমবার নতুন জুটি
এই ধারাবাহিকের আরেকটি বড় আকর্ষণ হতে চলেছে রণিতা দাসের সঙ্গে জনপ্রিয় নায়ক ঋষি কৌশিক-এর জুটি বাঁধা। ‘মালা বদল’-এ ঋষিকে শেষবার দেখা গিয়েছিল। তবে প্রথমবার রণিতা ও ঋষিকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘ইষ্টি কুটুমে’। সেখানে তাদের সহজ-সরল অভিনয় দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তাই এবারও সেই আগেরবারের মতো পুরোনো রসায়ন ফিরিয়ে আসে কি না তা জানার জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।।
ভক্তদের উচ্ছ্বাসে ভরপুর টলিপাড়া
ছোটপর্দায় রণিতার প্রত্যাবর্তন ঘিরে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আনন্দ প্রকাশ করছেন। অনেকেই মনে করছেন, এত বছর পর তিনি একেবারে নতুন চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে ঋষিকে পাওয়া দর্শকের কাছে বাড়তি আনন্দের বিষয়। ফলে এই জুটিকে ঘিরে প্রত্যাশার পারদ অনেকটাই উঁচুতে উঠেছে। তবে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি।
প্রথম ঝলকের অপেক্ষায় দর্শক
প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিক ঘোষণা না করলেও জানা যাচ্ছে খুব শিগগিরিই ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ্যে আসতে চলেছে। দর্শকদের প্রত্যাশা, দীর্ঘ বিরতির পর রণিতার নতুন চরিত্র হবে একেবারেই ভিন্ন এবং তাঁর অভিনয় ফের দর্শকের মন জয় করবে।
টিআরপি যুদ্ধের নতুন বাজি
আজকের দিনে প্রতিটি ধারাবাহিককেই টিআরপি-র লড়াইয়ে টিকে থাকার জন্য বিশেষভাবে পরিশ্রম করতে হয়। একেকটি প্রজেক্ট মাত্র কয়েক মাসেই শেষ হয়ে যায়, আবার কোনও সিরিয়াল বছরের পর বছর ধরে দর্শকের প্রিয় হয়ে ওঠে। সেই কঠিন লড়াইয়ে রণিতা ও ঋষির নতুন জুটি কতটা সফল হতে পারে, তা নিয়েই এখন টেলিভিশন মহলের আলোচনা তুঙ্গে।