জনগণের স্বার্থে RBI প্রতিনিয়ত ব্যাঙ্কিং সেক্টরের ওপর তীক্ষ নজর রেখে চলেছে। আর সম্প্রতি দুটি ব্যাঙ্ক নিয়ে বড়সড় ঘোষণা করেছে আরবিআই। যার জেরে রীতিমত দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন বহু মানুষ। একধিক বিধিনিষেধ জারি করা হয়েছে এই দুই ব্যাঙ্ক নিয়ে। খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন ব্রাঞ্চে অ্যাকাউন্ট হোল্ডারদের (Account Holder) ভিড় উপচে পড়েছে, কষ্টার্জিত টাকা তোলার জন্য।
যেমনটা জানা যাচ্ছে বিগত ২৯শে অগাস্ট অর্থাৎ বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অফ ইন্ডিয়া (Reserve Bank of India) তরফ থেকে ঘোষণা করা হয়ে। যেখানে এই সমবায় ব্যাংকার ওপর একাধিক বিধিনিষেধ আনা হয়। স্বাভাবিকভাবেই এরফলে সমস্যায় পরে যান অসংখ্য মানুষ। এরপর থেকেই ব্যাঙ্কের ওমেন্টকারীরা বিক্ষোভ শুরু করেছেন।
কোন ব্যাঙ্কের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? এর উত্তর হল অজ্ঞতা নাগরী সমবায় ব্যাঙ্ক ও পূর্বাঞ্চল ক-অপারেটিভ ব্যাঙ্ক। জানা যাচ্ছে, আগামী ৬ মাসের জন্য এই দুই ব্যাঙ্কে বিধিনিষেধ জারি করা হয়েছে। RBI এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কিছু অ্যাকাউন্ট হোল্ডার গায়ে পেট্রোল ঠেলে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছেন।
কি কি নিষেধাজ্ঞা জারি হয়েছে ?
RBI এর নির্দেশিকা অনুযায়ী উপরে উল্লিখিত এই দুই ব্যাঙ্ক আগামী ৬ মাস কোনো নতুন ঋণ দিতে পারবে না। নতুন কোনো প্রকল্পে বিনিয়োগ করতে পারবে না। তবে ব্যাঙ্কের সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে বলেই জানিয়েছে আরবিআই। অবশ্য এই নিয়মের পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত রয়েছে নির্দেশিকায়।
প্রসঙ্গত, সাধারণ গ্রাহকদের জন্য চিন্তার কোনো বিষয় নেই বলেই জানাচ্ছে আরবিআই। কারণ ব্যাঙ্কের সাধারণ গ্রাহকদের জন্য আমানত বীমা ও ক্রেডিট গ্যারেন্টী কর্পোরেশনের দৌলতে ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেয়ে যাবেন আমানতকারীরা যদি ভবিষ্যতে সমস্যা হয়।