বার বড় রকমের ধাক্কা দিল রিজার্ভ ব্যাংক অফইন্ডিয়া (Reserve Bank of India) । উৎসব মিটতে না মিটতেই এবার ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (State Bank of India) বড়সর ধাক্কা। RBI-এর এক নিয়মের কারণে চরম ধাক্কা খেয়েছে SBI
এসবিআই ক্রেডিট কার্ডের শেয়ার হু হু করে নীচে নেমে গিয়েছে এক ধাক্কায়, যা ব্যাঙ্কের জন্য মোটেই ভালো সুখবর নয়। জানা গিয়েছে, আরবিআই শেয়ার গুলির ঋণের ঝুঁকির গুরুত্ব বাড়ানোর পর থেকে এসবিআই ক্রেডিট কার্ডের শেয়ারগুলি ৮ শতাংশ হ্রাস পেয়েছে। শুক্রবার ছিল কোম্পানির জন্য সর্বনিম্ন দিন। আগের সপ্তাহে আরবিআই ভোক্তা ঋণের ঝুঁকি বাড়িয়েছিল। এই কারনে দেশের রিজার্ভ ব্যাংক চেয়েছিল অসুরক্ষিত ঋণের হার কিছুটা হ্রাস করা হোক। যার কারণে ব্যাংকগুলো মূলধন পরিমান বাড়াতে হয়েছে, কারণ অসুরক্ষিত ঋণ দেওয়ার খরচ বাড়ছে।
Rbi রিপোর্ট অনুযায়ী, উৎসবের মরশুমে ক্রেডিট কার্ডের খরচ বেড়েছে। পরিসংখ্যানের কথা বললে এই খরচ হয়েছে ১.৭৯ ট্রিলিয়ন ডলার। যার মধ্যে ব্যয় প্রতি মাসে ২৫.৪ শতাংশ থেকে বেড়ে বছরে ৩৭.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্রোকার ফার্ম ইনক্রেডিট ইক্যুইটিজের মতে, বেসরকারি ব্যাংকগুলোও এই নিয়ম থেকে রেহাই পাবে না। এর প্রভাব পড়বে তাদের নিট ঋণের ৫ শতাংশ। একই সঙ্গে এসবিআই কার্ডেও এর ১০০ শতাংশ প্রভাব দেখা যাবে। এমনকি, বাজার শেয়ারের থেকে এর মার্জিনও কম থাকতে পারে।
ইনক্রেডিট ইক্যুইটিজ রিপোর্টে আরও বলা হয়েছে যে এসবিআই কার্ড ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো কাছ থেকে ৭৭ শতাংশ ঋণ নেয়। যা ব্যয়বহুল হয়ে উঠতে পারে আগামী সময়ে । এই ঝুঁকির গুরুত্ব বাড়ার পর এটি একেবারে সত্য যে SBI ব্যাংকের জন্য তহবিল ব্যয়বহুল হওয়ার সাথে গ্রাহকদের জন্য ঋণ নেওয়া ব্যয়বহুল হয়ে উঠবে।
সেই সঙ্গে ক্রেডিট কার্ড বিলিতেও প্রভাব পড়বে। কিন্তু গতকালই আরবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, ব্যাংকগুলো যেভাবে অসুরক্ষিত ঋণ দিচ্ছে, সে অনুযায়ী ঝুঁকির মাত্রা বাড়ানো দরকার। এর ফলে ব্যাংকগুলো বিপদে পড়বে।