জোর কদমে চলছে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit)। এবারও একাধিক শিল্পপতি যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। তাঁদের মধ্যে মধ্যমণি ছিলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি (Reliance Group Chief Mukesh Ambani)। মঙ্গলবার থেকে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হওয়া দু দিনের সম্মেলনে বরাবরের মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পাশের আসনটি বরাদ্দ ছিল মুকেশের জন্য। মমতা রিলায়েন্স কর্ণধারের হাত দিয়ে রাজ্যের লজিস্টিকস পলিসি প্রকাশ করেন।
রাজ্যে বাড়বে কর্মসংস্থান : তার আগে রাজ্যের শিল্প বান্ধব পরিবেশের কথা একেবারে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মতো করে তুলে ধরেন মুকেশ। বলেন, গত দশ বছরে সবে বাংলা আমূল বদলে গিয়েছে। বাংলার গড় বার্ষিক উৎপাদনের হার ১১.৫ শতাংশ, যা দেশের তুলনায় অনেকটা বেশি। রিলায়েন্স কর্তা আরও বলেন, গত ১০ বছরে বাংলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প বৃদ্ধি পেয়েছে দশ গুণ। এরই সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যের কর্মসংস্থানও বহুগুণ বাড়বে বলেই মনে করেন তিনি।
কী বললেন মুকেশ আম্বানি? মুকেশ বলেন, বাংলা এক বিপুল সম্ভাবনাময় রাজ্য। তাই রিলায়েন্স এই রাজ্যকে গন্তব্য করেছে। রাজ্যের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিপুল সম্ভাবনার কথা জানিয়ে রিলায়েন্স কর্ণধার উপস্থিত শিল্পপতিদের এই ক্ষেত্রে বিশেষভাবে বিনিয়োগের আহ্বান জানান। জানান, আগামী দু বছর রিলায়েন্স দু হাজার রিটেল স্টোর চালু করবে যে গুলিতে বিপুল কর্মসংস্থান হবে। বিগত কয়েক বছরে রিলায়েন্স রাজ্যে ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে।
কালীঘাট মন্দির নিয়ে অবতাড়িত রিলায়েন্স প্রধান : কালীঘাট মন্দির সংস্কারের কথা বলতে গিয়ে আম্বানি মন্দিরকে ঘিরে তাঁর আবেগের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, কালীঘাট মন্দিরের সংস্কারের কাজ করছে রিলায়েন্স গোষ্ঠী। এই মন্দির যেমন দিদি আপনার হৃদয়ের কাছের তেমনি আমার ও নীতার( স্ত্রীর) মনের খুব কাছের। এই মন্দির সংস্কারের সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ।