আর্থিক লেনদেনকে সুরক্ষিত করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) বা RBI সর্বদাই তৎপর। জনগনের টাকা যাতে সুরক্ষিত থাকে তার জন্য মাঝে মধ্যেই বড়সড় পদক্ষেপ নিতে শোনা যায় RBIকে। সম্প্রতি পেটিএম এর ওপর বড়সড় শাস্তি ঘোষণা করেছে RBI। তাই আপনার যদি PAYTM অ্যাকাউন্ট থাকে, তাহলে আজই সাবধান হওয়া ভালো।
কি শাস্তি ঘোষণা করেছে RBI পেটিএম এর ওপর? এর উত্তরে জানা যাচ্ছে KYC সংক্রান্ত নিয়ম না মানার জন্য ৫.৩৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেডকে। দেশের মানুষের স্বার্থে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনগুলি আরও নিরাপদ করে তোলার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পর্যবেক্ষন করা হয়েছিল।
আরও পড়ুনঃ মহালয়ার আগেই লাইনে ছুটবে AC ফার্স্ট ক্লাস ট্রেন, কত ভাড়া? চলবে কোন রুটে? রইল বিস্তারিত
মূলত সাইবার সিকিউরিটি ও UPI সিস্টেমকে সুরক্ষিত করার জন্য RBI পেমেন্ট ব্যাঙ্কগুলিকে কিছু নির্দেশিকা মেনে চলতে হয়। কিন্তু সেখানেই গলদ মিলেছে Paytm এ। যেমনটা জানা যাচ্ছে, ব্যাঙ্কের KYC বা অ্যান্টি মানি লন্ডারিং এর বিশেষ তদন্ত করা হয়েছিল। সেখানেই দেখা যায়, পেমেন্টস ব্যাঙ্ক পেমেন্ট পরিষেবা সরবরাহ করা বেশ কিছু সংস্থা উপভোক্তাদের সনাক্ত করতেই পারেনি।
শুধু তাই নয়, পেমেন্টের লেনদেন থেকে পেমেন্ট সেবা নেওয়া সংস্থার ঝুঁকি নির্ধারণ পর্যন্ত করেনি ব্যাংকটি। এছাড়া আরবিআই আরও জানিয়েছে, পেমেন্ট পরিষেবা নেওয়া গ্রাহকদের অগ্রিম অ্যাকাউন্টেও দিনের শেষে যে ব্যালান্স নিয়ন্ত্রণ হওয়া উচিত সেই নিয়মও লংঘিত হয়েছে। এই সমস্ত কারণেই এই বিপুল অংকের জরিমানা করা হয়েছে।