এতদিন পর্যন্ত আয়ুষ্মান কার্ড (Ayushman card) করানোর জন্য রেশন কার্ড (Ration Card) ছিল বাধ্যতামূলক। রেশন কার্ড ছাড়া কোনভাবেই আয়ুষ্মান কার্ড করা সম্ভব ছিল না। আয়ুষ্মান কার্ড না থাকার জন্য বহু মানুষেরা এতদিন পর্যন্ত বিনামূল্যের স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। এবার ঐ সকল মানুষের জন্য একটি সুখবর আসতে চলেছে। আয়ুষ্মান কার্ড করানোর জন্য এখন রেশন কার্ডের প্রয়োজন হবে না। বিস্তারিত তথ্যের জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
Ayushman card কী ?
দেশের সকল মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন আর আর্থিক অনটনের কারণে যাতে কাউকে প্রাণ হারাতে না হয়, সেই কারণে চালু হয়েছিল আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Scheme). এই প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্প ২০১৮ সালে চালু হয়েছিল। এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় ২৫.৪ কোটি কার্ড দেওয়া হয়েছে। ভারতবর্ষের গরীব ও প্রান্তিক শ্রেণীর পরিবারের মানুষদের জন্য মূলত এই প্রকল্প চালু হয়েছিল।
Ayushman card-এ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা :
এই কার্ড ব্যবহার করে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পেতে পারেন দেশের সাধারণ নাগরিকরা।উত্তরাখন্ড রাজ্যের সরকার ১০০ শতাংশ মানুষের জন্য আয়ুষ্মান কার্ড তৈরি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এখনও পর্যন্ত বহু মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত আছেন। আর সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উত্তরাখণ্ড রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. ধান সিং রাওয়াত।
আরও পড়ুন : এই প্রকল্পে আবেদন করলেই বিনামূল্যে সরকারি চাকরির কোচিং! নতুন বছরে উপহার রাজ্যের!
Ayushman card তৈরি করতে লাগবে না রেশন কার্ড :
এরপর স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে পর্যালোচনা সভায় আয়ুষ্মান কার্ড (Ayushman card) তৈরির জন্য রেশন কার্ডের দরকার নিয়ে আলোচনা করা হয়েছিল। যাদের রেশন কার্ড নেই তাদের বিকল্পভাবে আয়ুষ্মান কার্ড তৈরীর বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হয়। কিছুদিনের মধ্যেই রেশন কার্ড ছাড়া আয়ুষ্মান কার্ড তৈরির বিকল্প ব্যবস্থাটি চালু হবে। এই নিয়ে এবার মন্ত্রিসভাতেও একটি বিল পেশ করার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন যে আধিকারিকদের ১৬ থেকে ২৩শে জানুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে আয়ুষ্মান কার্ডের জন্য প্রচার চালাতে র্নিদেশ দেওয়া হয়েছে। আর এই অভিযান সফল করার লক্ষ্যে ১৫ ই জানুয়ারি লাইন বিভাগের সদস্যদের উপস্থিতিতে বৈঠক ডাকা হয়েছে।
অভিযান সফল করতে বড় পদক্ষেপ :
অভিযান সফল করার উদ্দেশ্যে গ্রাম পঞ্চায়েত প্রধান ও কাউন্সিলরদের চিঠি দেওয়া হবে। এই প্রচারণার প্রতি যাতে ব্যাঘাত না পায়, সেই কারণে 15 দিন অন্তর অন্তর পর্যালোচনা সভা বসবে। এই আয়ুষ্মান প্রকল্পের অধীনে গ্রীন চ্যানেল পেমেন্টের আওতায় থাকা হাসপাতালগুলিতে 50 শতাংশ টাকা অগ্রিম প্রদান করা হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল রুরাল হেলথ এন্ড মনিটরিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সুরেশ ভাট। আয়ুষ্মান কার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন https://ab-hwc.nhp.gov.in/ লিঙ্কে।