রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) অভিনয়জীবন শুরু হয়েছিল কন্নড় হিট ছবি ‘কিরিক পার্টি’ দিয়ে। সেই সময় তিনি ছিলেন নতুন মুখ, কিন্তু আজ তিনি দেশের অন্যতম প্রধান প্যান-ইন্ডিয়া অভিনেত্রী— তেলুগু, তামিল, এমনকি হিন্দি সিনেমাতেও সমান স্বচ্ছন্দে কাজ করছেন। তবে এর মাঝেই বারবার উঠে এসেছে এক প্রশ্ন— জন্মভূমির কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কি তিনি দূরে সরে গেছেন?
প্রায় কয়েক বছর ধরে তাঁকে কোনও কন্নড় প্রোজেক্টে দেখা যায়নি। ‘কান্তারা চ্যাপ্টার ১’ মুক্তির সময়ও অভিনেত্রী নীরব ছিলেন। এই নীরবতাই সবার মধ্যে সন্দেহ উস্কে দেয়— গুঞ্জন ছড়িয়ে পড়ে যে রশ্মিকাকে নাকি কন্নড় সিনেমা থেকে নিষিদ্ধ করা হয়েছে। এমনও দাবি ওঠে যে স্থানীয় শিল্পী ও প্রযোজকরা তাঁকে আর তাঁদের ছবিতে চান না।
অবশেষে এই জল্পনাকে সরাসরি খারিজ করলেন রশ্মিকা নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘কান্তারা’ মুক্তির সময় সঙ্গে সঙ্গে দেখা হয়নি ছবিটি, কিন্তু সম্প্রতি দেখেই তিনি নির্মাতাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। নির্মাতারাও সৌজন্যপূর্ণভাবে উত্তর দিয়েছেন।
নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে রশ্মিকার দৃঢ় জবাব— “মানুষ ইন্ডাস্ট্রির ভেতরের সব ঘটনা জানেন না। ব্যক্তিগত মুহূর্তে আমরা ক্যামেরা চালিয়ে রাখি না, ব্যক্তিগত আলাপও সবার সঙ্গে ভাগ করি না। তাই বাইরে থেকে অনেক ভুল ধারণা তৈরি হয়। কিন্তু আমি, এখনও পর্যন্ত, কন্নড় ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হইনি।”
অভিনেত্রী আরও জানান, সুযোগ এলে তিনি আবারও কন্নড় ছবিতে অভিনয় করতে চান, কারণ সেখান থেকেই তাঁর কর্মজীবনের সূচনা। তাঁর এই মন্তব্য আপাতত বহুদিনের জল্পনায় বিরতি দিয়েছে, আর কন্নড় সিনেমায় রশ্মিকার সম্ভাব্য ফেরার আশাই এখন ভক্তদের মুখে মুখে ঘুরছে।

