পঞ্জাবে (Punjab) শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক বৃদ্ধাকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। গুরদাসপুর জেলার এই ঘটনাটি প্রকাশ্যে আসে ওই বৃদ্ধার নাতির ফাঁস করা এক গোপন ভিডিয়োর মাধ্যমে, যা ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্পত্তি লিখে দেওয়ার চাপ
অভিযোগ, মৃত সরকারি কর্মীর স্ত্রী গুরবচন কউর কয়েক মাস ধরে পুত্রবধূ হরজিৎ কউরের অত্যাচারের শিকার। স্বামীর মৃত্যুর পর থেকেই শ্বশুরবাড়ির সম্পত্তি হাতিয়ে নিজের নাম করে নিতে চাই ছিলেন অভিযুক্ত হরজিৎ। সেই দাবি মানতে রাজি না হওয়ায় প্রায়ই শাশুড়ির উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন তিনি।
চুল টানা, থাপ্পড়, গ্লাসে আঘাত
সম্প্রতি প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা যায়, বৃদ্ধা গুরবচনকে একের পর এক থাপ্পড় মারছেন পুত্রবধূ। শুধু তাই নয়, মাথার চুল মুঠো করে টেনে ধরা এবং হাতে থাকা স্টিলের গ্লাস দিয়েও প্রহার করার অভিযোগ উঠেছে। নিরুপায় বৃদ্ধা সেই সময়ে হাঁপাতে হাঁপাতে মার খাচ্ছিলেন বলে জানা গেছে।
নাতির সাহসী পদক্ষেপ
ঘটনার সময় বৃদ্ধার নাতি পুরো নির্যাতনের দৃশ্য মোবাইলে রেকর্ড করেন। তাঁর দাবি, মা হরজিৎ প্রায়ই মদ্যপান করে অশান্তি বাধাতেন এবং তখন ঠাকুরমা ছাড়াও বাবাকেও মারধর করতেন। মারধরের সময় মাকে থামানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি, উলটে আরও হিংস্র হয়ে ওঠেন তিনি।
মহিলা কমিশনের হস্তক্ষেপ
ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তৎক্ষনাৎ পঞ্জাব মহিলা কমিশন নড়েচড়ে বসেছেন। গুরদাসপুরের সিনিয়র পুলিশ সুপারকে ঘটনাটি কোনও অভিজ্ঞ আধিকারিক দিয়ে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তদন্তের রিপোর্টও কমিশনকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনার জেরে এলাকায় প্রবল ক্ষোভ ছড়িয়েছে। পুলিশের তরফে প্রাথমিক তদন্ত শুরু হলেও, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।