কলকাতা ও শহরতলির মানুষ ইতিমধ্যেই দুর্গাপুজোর কেনাকাটা আর প্ল্যানিংয়ে মত্ত। আর সেই উৎসবের ভিড়ের আগেই যাত্রীদের জন্য দারুণ চমক ঘোষণা করল পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনের পথে নামছে আরও দু’জোড়া ঝকঝকে এসি লোকাল ট্রেন। অর্থাৎ গরমে হাঁসফাঁস করতে করতে ভিড় ঠেলে অফিস বা পুজো দেখতে যেতে হবে না, এবার ঠাণ্ডা হাওয়ায় আরাম করে যাত্রা করা যাবে।
রানাঘাট–বনগাঁ–শিয়ালদহে নতুন সংযোজন
এতদিন যাত্রীদের ভরসা ছিল কেবল রানাঘাট–শিয়ালদহের একজোড়া এসি লোকাল। কিন্তু যাত্রী চাহিদার চাপে এবার রেল ঝুঁকছে আরও সুযোগ সুবিধা দেওয়ার দিকে। এবার দেখে নেওয়া যাক ট্রেনের টাইম টেবিল-
এই ট্রেন সকালে রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭টা ১১ মিনিটে এবং সেটা বনগাঁ ঘুরে পৌঁছে যাবে শিয়ালদহে সকাল ৯টা ৩৭ মিনিটে।
আবার ফেরার পথে সন্ধ্যা ৬টা ১৪-তে শিয়ালদহ ছেড়ে, বনগাঁ হয়ে রানাঘাটে ফিরবে রাত ৮টা ৪১ মিনিটে।
শিয়ালদহ–কৃষ্ণনগর রুটেও এল এসি লোকাল
যারা নদীয়ার দিক থেকে রোজগারে যান, তাদের জন্যও স্বস্তির খবর।
শিয়ালদহ থেকে এসি লোকালটি সকাল ৯টা ৪৮ মিনিটে ছেড়ে কৃষ্ণনগরে পৌঁছবে ১২টা ০৭ মিনিটে।
আবার ফেরার সময়ে ট্রেন পাওয়া যাবে দুপুর ১টা ৩০-এ, যা পৌঁছবে ৩টা ৪০ মিনিটে শিয়ালদহে।
এসি নয়, নতুন নন-এসি লোকালও
শুধু এসি ট্রেন চালালেই ভিড় সামলানো সম্ভব নয়, তাই পুজোর আগেই বাড়ানো হচ্ছে অতিরিক্ত নন-এসি লোকালের সংখ্যা।
বিধাননগর – কল্যাণী রুটে নতুন লোকাল
কল্যাণী – শিয়ালদহের পথে আরেকটি নতুন ট্রেন
সঙ্গে বারাসত – হাসনাবাদ রুটে বাড়তি একজোড়া লোকাল
যাত্রীদের মুখে হাসি, রেলের ভাবমূর্তি উজ্জ্বল
শহরতলি ও কলকাতার অফিসযাত্রীদের দাবী ছিল অনেকদিনের। গ্রীষ্ম-বর্ষায় গরম ও ভিড়ের মধ্যে নিত্যযাত্রা ছিল দুঃস্বপ্ন। তাই পুজোর আগে একেবারে ঝকঝকে এসি লোকাল চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। শুধু আরামের যাত্রাই নয়, বরং যাত্রী চাপ সামলাতেও এই উদ্যোগ কার্যকর হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
এক কথায়, এ বছরের পুজো উপহার বেশ জমজমাট- চাইলে এসি লোকালে অফিসে যেতে পারবেন, আবার চাইলে অতিরিক্ত নন-এসি লোকালের দিকেও ভরসা করতে পারবেন।