ফিলিপিন্সে (Philippines) ফের ভয়াবহ ভূমিকম্পে ত্রস্ত জনজীবন। শুক্রবার সকালে দ্বীপরাষ্ট্রটির মিনদানাও অঞ্চলে রিখটার স্কেলে ৭.৫ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয়। স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে ঘটে এই ভূমিকম্প, যার কেন্দ্রস্থল ছিল পূর্ব উপকূলের কাছাকাছি সমুদ্রে, প্রায় ৫৮ কিলোমিটার গভীরে। ঘটনার পরই ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি উপকূলবর্তী অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা জারি করেছে।
প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৭.৬ বলে জানানো হলেও পরে তা ৭.৫-এ সংশোধন করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শক্তিশালী এই ভূমিকম্পে অন্তত একজনের মৃত্যু হয়েছে। পূর্ব ও দক্ষিণ উপকূলীয় এলাকাগুলিতে বড় ঢেউয়ের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রশাসন নাগরিকদের সতর্ক থাকতে এবং উচু এলাকায় আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে।
কম্পনের পর দাভাও সিটি প্রশাসন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস স্থগিতের নির্দেশ দিয়েছে। দ্রুত অবকাঠামোগত ক্ষয়ক্ষতি যাচাই করতে বিশেষ দল মাঠে নেমেছে। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন, একাধিক বহুতলে ফাটল দেখা দিয়েছে এবং কয়েকটি ভবনে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। উপকূলবর্তী অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ভূমিকম্পের পরই সতর্কতা হিসেবে ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে জারি হয় সুনামি সতর্কতা। উপকূলবর্তী জনপদ থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সমুদ্র উপকূলে ঢেউয়ের উচ্চতা তিন মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। শুধু ফিলিপিন্স নয়, সুনামি সতর্কতা জারি হয়েছে প্রতিবেশী ইন্দোনেশিয়ার দুটি প্রদেশেও।
প্রশাসনের আশঙ্কা, আফটার শকের জেরে পরিস্থিতি আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। পাশাপাশি পাপুয়া নিউগিনির মানুস প্রদেশেও একই দিনে ৬.০ মাত্রার একটি ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ফলে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পূর্বাঞ্চল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।