Electricity Bill : বর্তমানে WBSEDCL-এর আওতায় রাজ্যে 3 মাস অন্তর বিদ্যুৎ বিল পাঠানো হয় প্রতিটি বাড়িতে। কিন্তু এবার সেই নিয়মে বদল ঘটিয়ে আসছে নতুন পরিবর্তন। উচ্চবিলের কারণে এমন অনেক মানুষ রয়েছেন যারা বিল মেটাতে নানা সমস্যার মুখোমুখি হন।
কিন্তু বিদ্যুৎ বিভাগ সর্বদাই তাদের গ্রাহকদের কারেন্টের বিল (Electricity Bill Payment) জমা দেওয়ার সুবিধের জন্য নানা রকমের স্কিম নিয়ে আসে। এর মধ্যে একটি স্কিম হল বিদ্যুৎ দফতরের নতুন বকেয়া বিল দেওয়ার পদ্ধতি অরেঞ্জ পে অ্যাপ(Orange Pay App)। যার মাধ্যমে সাধারণ মানুষেরা কিস্তিতে নিজেদের বকেয়া বিল মেটাতে পারবে।
মূলত বিহারের পূর্ণিয়ার বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এই পদ্ধতিটি চালু করেন। এই প্রক্রিয়ার দায়িত্বে থাকা প্রসূন কুমার জানিয়েছেন যে, শুধুমাত্র পূর্ণিয়া নয়, উত্তর বিহার অঞ্চলের যে কোনও বিদ্যুৎ গ্রাহক অরেঞ্জ পে-র মাধ্যমে সহজ কিস্তিতে তাঁদের উচ্চ বিদ্যুৎ বিল (Electricity Bill Payment) জমা দিতে পারবেন।
আরও পড়ুনঃ দেশবাসীকে মাসে ১৫০০০ টাকা দেবে সরকার! বিশ্বকর্মা পুজোতেই ধামাকা স্কিম প্রধানমন্ত্রীর
এই অ্যাপের মাধ্যমে টাকা জমা করতে হলে দাতার ক্রেডিট কার্ড থাকা একান্ত জরুরি। তবেই তাঁরা অরেঞ্জ পে-এর মাধ্যমে সহজ কিস্তিতে বা EMI এর মাধ্যমে তাঁদের বিদ্যুৎ বিল পরিশোধ (Electricity Bill Payment By Using Credit Card) করতে পারবেন।
অরেঞ্জ পে অফিসার প্রসূন কুমার জানিয়েছে, বিদ্যুৎ বিল (Electricity Bill Payment) সংক্রান্ত জালিয়াতি বন্ধ করতে অরেঞ্জ পে অ্যাপ কার্যকর প্রমাণিত হবে বলে মনে করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন যে, মাত্র 2 থেকে 4 দিনের মধ্যে বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে। যাতে বিদ্যুৎ গ্রাহকরা ভালমতো এই সুবিধা পান এবং বিল পরিশোধ করতে তাদের অসুবিধা না হয়।
কিন্তু এই অ্যাপ কাজ করবে কিভাবে? এক অধিকর্তা জানান, স্মার্টফোনে অরেঞ্জ পে অ্যাপ ইনস্টল করে তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজ কিস্তিতে বিদ্যুৎ বিল দিতে পারবেন। কিন্তু এই সুবিধা কিন্তু পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিভাগের জন্য নয়। এটি শুধুমাত্র বিহার রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু আগামী দিনে এই পরিষেবা সমগ্র দেশে শুরু করে দেওয়া হলে সকলের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।