একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গ কেন সমগ্র ভারতের সাধারণ মানুষ ইন্টারনেটের সঙ্গে পরিচিত ছিল না। তবে প্রযুক্তির উন্নতির কারণে বর্তমানে সমগ্র বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের মানুষ ইন্টারনেট থেকে শুরু করে স্মার্টফোনের সাথে পরিচিত হয়েছে। আর এই তালিকাতে কোনভাবেই পিছিয়ে নেই ভারত। আর বর্তমানে 2G, 3G -এর জামানা পেরিয়ে 4 জি এবং 5 জি ইন্টারনেট কানেকশন ব্যবহারের ক্ষেত্রে মজেছে ভারতের কিশোর থেকে শুরু করে যুব সমাজ সহ বয়স্ক ব্যক্তিরাও। ২০২২ সালের পুজোর পর থেকেই সমগ্র ভারতের বিশেষ কিছু শহরে 5G ইন্টারনেট কানেকশন কার্যকর করা হয়েছিল রিলায়েন্স জিওর তরফে। ভারতে সর্বপ্রথম 5G ইন্টারনেট কানেকশন লঞ্চ করে যথেষ্ট প্রশংসিত হয়েছিল রিলায়েন্স জিও। এমনকি এই সমস্ত বিশেষ শহরগুলির জিও গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে ৫ জি ইন্টারনেট কানেকশন দেওয়ার মাধ্যমে নিজেকে জনপ্রিয়তা আরো খানিকটা বাড়িয়ে ছিল জিও কর্তৃপক্ষ।
তবে বর্তমানে রিলায়েন্স কর্মকর্তাদের তরফে সাধারণ মানুষের জন্য এমন এক বিশেষ ব্যবস্থা লঞ্চ করা হয়েছে যার মাধ্যমে ভারতীয় জনগণ বাড়িতে বসেই রিলায়েন্স জিওর ৫ জি সিম অর্ডার করে নিতে পারবেন। সদ্য জিও ৫ জি লঞ্চ হওয়ায় নিজের বাড়ির নিকটবর্তী দোকানগুলিতে 5 জি সিম পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট ধন্দে ছিলেন ভারতীয় নাগরিকরা। এমনকি অনেক ক্ষেত্রেই জিও সহ অন্যান্য টেলিকম কোম্পানির সিম সংগ্রহ করার ক্ষেত্রে সাধারণ মানুষকে দোকানের যথেষ্ট লম্বা লাইনে দাঁড়াতে হয় এবং তারপর দোকান থেকে সিম সংগ্রহ করতে হয়। যার কারণে অনেকেই নতুন সিম কিনতে চান না। আর তাতেই বর্তমানে এই সমস্ত ঝঞ্ঝাট থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতেই রিলায়েন্স জিওর তরফে এই বিশেষ পদ্ধতি কার্যকর করা হয়েছে।
কিভাবে আপনারা বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে জিওর ৫ জি সিম কার্ড অর্ডার করে নিতে পারবেন:-
গ্রাহকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে আপনারা দুটি পদ্ধতিতে ফাইভ জি সিম কার্ড অর্ডার করতে পারবেন। প্রথমত MY JIO অ্যাপের মাধ্যমে এবং দ্বিতীয়ত জিওর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এক্ষেত্রে MY JIO অ্যাপের মাধ্যমে ফাইভ-জি সিম কার্ড অর্ডার করার ক্ষেত্রে আপনাকে যে যে ধাপগুলি অনুসরণ করতে হবে তা হলো:
১. MY JIO অ্যাপটির মাধ্যমে 5G সিম কার্ড অর্ডার করার জন্য প্রথমেই MY JIO অ্যাপটি আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে।
২. এরপর অ্যাপটি ইন্সটল করে নিতে হবে এবং আপনার জিও নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটিও সম্পন্ন করে নিতে হবে।
৩. এরপর My Jio অ্যাপটিকে ওপেন করে নিন এবং হোম পেজের নিচের দিকে থাকা GET JIO SIM অপশনে ক্লিক করুন।
৪. এরপর আপনার সামনে GET A NEW NUMBER এবং PORT TO JIO নামক দুটি অপশন আসবে। নতুন সিম অর্ডার করার ক্ষেত্রে আপনাকে GET A NEW NUMBER অপশনটিকে নির্বাচন করে নিতে হবে।
৫. পরবর্তীতে আপনি পোস্টপেইড সিম কার্ড নিতে চাইছেন নাকি প্রিপেইড সিম কার্ড নিতে পারছেন তা সঠিকভাবে নির্বাচন করে নিন। এক্ষেত্রে আপনি যদি প্রিপেইড সিম কার্ড নিতে চান তবে ওই পেজটিতে থাকা PREPAID অপশনে ক্লিক করুন এবং আপনি যদি পোস্টপেইড সিম কার্ড নিতে চান তবে POSTPAID অপশনে ক্লিক করুন।
৬. উপরোক্ত অপশনগুলি সঠিকভাবে নির্বাচন করে নিয়ে CONTINUE অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার ঠিকানা, পিন কোড, বাড়ির নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে এবং ওই পেজের নিচে থাকা BOOK SIM DELIVERY অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করলেই আপনি বাড়িতে বসেই MY JIO অ্যাপের মাধ্যমে নিজের 5G সিম অর্ডার করে নিতে পারবেন।
আরও পড়ুন:- স্বল্প পুঁজিতে টি শার্টের ব্যবসা কিভাবে শুরু করবেন? জেনে নিন এখনই।
রিলায়েন্স জিওর অফিসিয়াল ওয়েবসাইট -এর মাধ্যমে ফাইভ জি সিম কার্ড অর্ডার করার জন্য আপনাকে নিম্নোক্ত পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে:
১. এক্ষেত্রে আপনাকে প্রথমেই রিলায়েন্স জিওর অফিসিয়াল ওয়েবসাইট https://www.jio.com/ -এ যেতে হবে।
২. এরপর জিওর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজের একেবারে শুরুতেই থাকা GET JIO SIM অপশনে ক্লিক করুন এবং আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনার নাম এবং মোবাইল নম্বর সঠিকভাবে লিখে GENERATE OTP অপশনে ক্লিক করুন।
৩. পরবর্তীতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে OTP টি আসবে তার মাধ্যমে OTP ভ্যালিডেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন। এরপর আপনার সামনে আসা নতুন পেজটিতে থাকা GET A NEW NUMBER অপশনে ক্লিক করে তার অধীনে থাকা POSTPAID অথবা PREPAID অপশনের মধ্যে যেকোনো একটি নির্বাচন করে নিন। আপনি যদি পোস্টপেইড সিম নিতে চান তবে POSTPAID অপশনে ক্লিক করুন এবং প্রিপেইড সিম নিতে চাইলে PREPAID অপশনে ক্লিক করুন।
৪. তারপর আপনার সামনে আসা নতুন পেজটিতে আপনাকে আপনার ঠিকানা সম্পর্কিত সমস্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং BOOK SIM DELIVERY অপশনে ক্লিক করুন। এভাবেই আপনারা বাড়িতে বসেই নিজস্ব মোবাইল নম্বরের মাধ্যমে জিওর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন ফাইভ জি সিম অর্ডার করে নিতে পারবেন।
রিলায়েন্স জিও ভারতের যথেষ্ট পরিচিত টেলিকম কোম্পানিগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি কোম্পানি। গ্রাহকের সুবিধার খাতিরে স্বল্প দামে যথেষ্ট সুবিধা যুক্ত রিচার্জ প্ল্যান লঞ্চ করার মাধ্যমে রিলায়েন্স জিও ইতিমধ্যেই সমগ্র ভারতের গ্রাহকদের মন জিতেছে। আর এর পাশাপাশি ফাইভ জি লঞ্চ করা থেকে শুরু করে বিনামূল্যে ৫ জি পরিষেবা প্রদান করার মাধ্যমে জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছে রিলায়েন্স জিও। এরই মধ্যে সুবিধার খাতিরে বাড়িতে বসেই জিও সিম অর্ডার করার এই নতুন উদ্যোগ গ্রহণ করায় আরও একবার ভারতের সাধারণ মানুষের মন জিতেছে রিলায়েন্স জিও। সুতরাং আপনি যদি বাড়িতে বসে নিজের জিও সিম অর্ডার করতে চান তবে উপরোক্ত দুটি পদ্ধতির যেকোনো একটির মাধ্যমে অত্যন্ত সহজে নিজের জিও সিমটি অর্ডার করে নিতে পারবেন।