ডেবিট কার্ড বলুন বা ক্রেডিট কার্ড, দেশে এর নেটওয়ার্ক দ্রুত প্রসারিত হচ্ছে। এবার এই গ্রাহকদের কথা ভেবেই রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) নিয়ে এলো এক নতুন নিয়ম। যা ঘোষণা করলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikanta Das)।
১ অক্টোবর থেকে চালু হওয়া এই নিয়ম অনুযায়ী, এ বার থেকে কোন নেটওয়ার্কের কার্ড নিতে চান, তা নিজেরাই ঠিক করতে পারবেন গ্রাহকেরা। অর্থাৎ এখন থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমেই কার্ডের টোকেন জেনারেট করে লেনদেন করা যাবে। মনেটারি পলিসি কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে আরবিআই গভর্নরের কথায়, নয়া নিয়মে ব্যাঙ্ক নিজের অ্যাকাউণ্টের সঙ্গে লিঙ্ক করেই টোকেন জেনারেট করতে পারবেন গ্রাহকেরা।
বেশ কিছু বছর ধরেই দেশে এটিএম কার্ডের মাধ্যমে অনলাইন লেনদেন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মূলত দেশের সাধারণ মানুষের টাকা সুরক্ষিত রাখতে এবং অনলাইন জালিয়াতি রুখতেই এই টোকেনাইজেশন পদ্ধতি চালু করেছিল আরবিআই। মূলত, অনলাইন লেনদেন আরও বেশি সুরক্ষিত করতেই এরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আরবিআই প্রধান।
আরও পড়ুনঃ কলকাতায় ফ্ল্যাট কিনতে চান? কোথায় কত দাম চলছে? রইল কলকাতার ফ্ল্যাটের বাজারদরের হদিশ
এরফলে স্বরূপ সাইটে আর বারংবার এটিএম কার্ডের নম্বর দিতে হবে না, বদলে একটি টোকেন জেনারেট করেই কাজ করা হয়ে যাবে। এর আগে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, কোনভাবেই গ্রাহকের ক্রেডিট ও ডেবিট কার্ডের (ATM Card) তথ্য নিজেদের কাছে রাখতে পারবে না কোনো অনলাইন সাইট, ব্যবহারের পর সব মুছে ফেলতে হবে। মূলত গ্রাহকদের সুরক্ষার জন্যেই ২০২২ সালে ‘এনক্রিপটেড টোকেন’ এর ব্যবস্থা চালু করে আরবিআই।
আগে কোনও অ্যাপে যদি কার্ড ব্যবহার করে লেনদেন করা হতো তাহলে এই সব তথ্য সেখানে জমা থাকত। তবে টোকেন পদ্ধতি চালু হওয়ার পর আর এই সব তথ্য নিজেদের কাছে রাখতে পারে না অ্যাপ গুলি। এবারে কার্ডের তথ্যের বিনিময়ে গোপন কোড দেওয়া হবে গ্রাহককে। আর তারপর কার্ডের (ATM Card) যাবতীয় তথ্য মুছে দেবে সেই অ্যাপ।