মানুষ এতদিন জানত ব্যাঙ্কে (Bank of India) অ্যাকাউন্ট খুললে সেখানে টাকা জমা রাখতে হয়। অর্থাৎ মানুষের পকেট থেকে টাকা জমা পড়ে ব্যাঙ্কের ঘরে। কিন্তু এবার সবকিছু উল্টে গেল। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললে আর টাকা দিতে হবে না, উল্টে ব্যাঙ্কই আপনাকে টাকা দেবে! আসুন জেনে নেওয়া যাক কীভাবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে আপনি টাকা পাবেন।
Bank of India দিচ্ছে বিশেষ সুযোগ :
সেভিংস হোক বা কারেন্ট অথবা রেকারিং বা অন্য কোনও ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পর গ্রাহককেই টাকা জমা দিতে হয়। কিন্তু নতুন এক স্কিমের হাত ধরে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুললেই পেয়ে যাবেন টাকা। এই সুযোগ নিয়ে এসেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)।
Bank of India-এ কারা এই বিশেষ একাউন্ট খুলতে পারবেন ?
আর্থিকভাবে মহিলাদের স্বনির্ভর করে তুলতে বড় উদ্যোগ নিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)। নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট পরিষেবা চালু করল এই রাষ্ট্রায়ত্ত অর্থকরী সংস্থা। ১৮ বা ১৮-র ঊর্ধ্বে যে কোনও মহিলা খুলতে পারবেন এই অ্যাকাউন্ট। বিবৃতি দিয়ে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।
নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট :
‘আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত মহিলারা বিভিন্ন ক্ষেত্রে কর্মরত রয়েছেন, তাঁদের কথা ভেবেই এই নারী শক্তি সেভিংস অ্যাকাউন্টের সুবিধা দেওয়া হয়েছে। এর মাধ্যমে তাঁরা একদিকে যেমন সঞ্চয় করতে পারবেন, অন্যদিকে তেমনি স্বনির্ভর হয়ে উঠবেন। প্রতিটি নতুন নারী শক্তি অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাঙ্কের তরফে ১০ টাকা করে দেওয়া হবে। কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি-র কথা মাথায় রেখে ওই টাকা খরচ করবে ব্যাঙ্ক। এই অ্যাকাউন্টের মাধ্যমে মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নের দিকে নজর দেওয়া হবে।’ এমনই জানিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India) কর্তৃপক্ষ।
কী কী সুবিধা দেবে Bank of India-র নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট ?
নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট থাকলেই গ্রাহকদের বেশ কিছু সুযোগ সুবিধা দেবে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। যার মধ্যে রয়েছে ১ কোটি টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা ও ডিসকাউন্টযুক্ত স্বাস্থ্য বিমা। এছাড়াও গোল্ড, ডায়মন্ড ও প্ল্যাটিনাম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডাররা লকার ভাড়া নেওয়ার ক্ষেত্রে আকর্ষণীয় ছাড় দেবে ব্যাঙ্ক (Bank of India)।
আরও পড়ুন : অল্প বিনিয়োগেই স্বামী-স্ত্রী পেনশন পাবেন ৪ লক্ষ টাকা! কেন্দ্রের এই প্রকল্প সাড়া ফেলেছে দেশ জুড়ে
রয়েছে আরও একাধিক সুবিধা :
এছাড়াও খুচরো ঋণে কম সুদের হার, ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রসেসিং ফি মকুব, ক্রেডিট কার্ডের বিনামূল্যে বিমা ও এর ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত পাবেন নারী শক্তি সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা। বিওআইয়ের (Bank of India) ৫ হাজার ১৩২টি শাখাতেই এই অ্যাকাউন্ট খোলা যাবে বলে ঘোষণা করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মেও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন মহিলারা। চলতি মাসেই ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)। পয়লা ডিসেম্বর থেকে বর্ধিত সুদ পাচ্ছেন আমানতকারীরা। ৪৬ দিন থেকে শুরু করে এক বছরের এফডিতে অতিরিক্ত সুদ দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
দেখে নিন Bank of India-তে সুদের হার :
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank of India) ঘোষণা অনুযায়ী, বর্তমানে ৪৬ থেকে ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে ৫.২৬ শতাংশ সুদ পাচ্ছেন আমানতকারীরা। অন্যদিকে ৯১ থেকে শুরু করে ১৭৯ দিনের এফডিতে দেওয়া হচ্ছে ৬ শতাংশ সুদ। এর চেয়ে বেশি সুদ পেতে টাকা রাখতে হচ্ছে ১৮০ থেকে ২১০ দিন। সেক্ষেত্রে সুদের হার বেড়ে দাঁড়াবে ৬.২৫ শতাংশ।
২ কোটি টাকা বিনিয়োগে থাকবে বর্ধিত সুদ :
এছাড়া ২১১ দিন থেকে এক বছরের একদিন কম ও এক বছর পর্যন্ত স্থায়ী আমানতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে মিলছে ৬.৫ ও ৭.২৫ শতাংশ সুদ। তবে এই বর্ধিত সুদ পেতে হলে আমানতকারীদের ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হবে বলে জানিয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে অনলাইনেও :
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিকটবর্তী শাখায় গিয়ে নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে। তবে কেউ যদি সশরীরে ব্যাঙ্কের শাখায় যেতে না পারেন সে ক্ষেত্রে অনলাইনেও অ্যাকাউন্ট খুলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ১০ টাকা নিজের অ্যাকাউন্টে পুরস্কার হিসেবে পেতে পারেন। বিস্তারিত জানতে ক্লিক করুন https://bankofindia.co.in/ লিঙ্কে