এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বোলপুর জুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলবার বোলপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দপল্লি এলাকার ক্যানেলপাড় থেকে উদ্ধার করা হয় রোহিত সাউ নামে ২৩ বছর বয়সি এক তরুণের মৃতদেহ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে জোরালো জল্পনা।
রোহিতের পরিবার ও প্রতিবেশীদের দাবি, তিনি এলাকারই এক তরুণীর সঙ্গে কিছুদিন ধরে সম্পর্কে ছিলেন। তবে প্রতক্ষদর্শীদের দাবি ওই তরুণীর অতীত জীবন অত্যন্ত জটিল। কারণ তরুণীর প্রথম বিয়ে হয়ে বছর চারেক আগে তবে রহস্যজনকভাবে প্রথম স্বামী মারা যান। পরে আবারও বিয়ে হলেও তাও ভেঙে যায় এবং অভিযোগ, দ্বিতীয় স্বামী আত্মহত্যা করেন। এসব ঘটনার পরও রোহিতের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। ফলে রোহিতের আকস্মিক মৃত্যু ঘিরে সন্দেহের তীর স্বাভাবিকভাবেই তরুণীর দিকে উঠছে।
এদিকে, আরও এক বিস্ময়কর অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের দাবি, ওই তরুণীর মায়ের সাথে নাকি এলাকার এক বালি ব্যবসায়ীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার রোহিতের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই উত্তেজিত জনতা সরাসরি তরুণীর বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ভাঙচুর ও রোষের আশঙ্কায় পুলিশকে ঘটনাস্থলে বিশাল বাহিনী নিয়ে নামতে হয়। বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে অভিযানে গিয়ে অভিযুক্ত তরুণী ও তাঁর পরিবারকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর আসল কারণ নিয়ে কিছু বলা সম্ভব নয়। তবে স্থানীয়দের ক্ষোভ এখনও প্রশমিত হয়নি, ফলে এলাকাজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে।